স্পেন থেকে নারী-শিশুসহ ৪২৪ অভিবাসী উদ্ধার
প্রকাশিত:
৭ আগস্ট ২০১৯ ০৪:১৫
আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ০১:৩৩

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: স্পেন প্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ৪২৪ অভিবাসীকে উদ্ধার করেছে মরক্কোর নৌবাহিনী। এসব অভিবাসীর মধ্যে ১৬ শিশু ও ৫৩ নারী রয়েছেন। সোমবার দেশটির সামরিক সূত্র একথা জানিয়েছে।
সূত্র জানায়, এদের মধ্যে কিছু লোককে ‘নাজুক শারীরিক অবস্থার কারণে উপকূলে নেয়া হয়েছে এবং দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নেয়ার আগে মরক্কোর কোস্টগার্ডের বিভিন্ন জাহাজে তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ৪২৪ অভিবাসীর অধিকাংশই সাব-সাহারান আফ্রিকা থেকে এসেছে। তাদের কয়েকজনকে রাতে ফেরত পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।
জাতিসংঘের অভিবাসন সংস্থা জানায়, সমুদ্র পথে স্পেনে যাওয়া অভিবাসীর সংখ্যা প্রায় ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে ১০ হাজার ৪৭৫ জন স্পেনে পৌঁছেছে। ২০১৮ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১৫ হাজার ৭৫ জন।
২০১৯ সালের প্রথম ছয় মাসে সমুদ্র পথে যাওয়ার সময় ২শ’র বেশি অভিবাসী মারা গেছে বা নিখোঁজ রয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: