কঙ্গোতে বাড়ির উপর যাত্রীবাহী বিমান বিধস্ত: নিহত ২৪
প্রকাশিত:
২৫ নভেম্বর ২০১৯ ২১:৫০
আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ০৭:১৮

প্রভাত ফেরী ডেস্ক: আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিমান দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় গোমা বিমান বন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর একটি বাড়িতে যাত্রীবাহী বিমানটি বিধস্ত হয়। উদ্ধারকর্মীরা জানিয়েছে, ধ্বংসাবশেষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
মাপেনদো এলাকায় অবস্থিত একটি বাড়ির ওপর বিমানটি ভেঙে পড়ে। এতে ওই বাড়ির একই পরিবারের ৯ জন নিহত হয়েছে। এছাড়া বিমানে থাকা আরও ১৮ যাত্রী এবং দুই ক্রু সদস্যও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।
নর্থ কিভু অঞ্চলের গভর্নর এনজানজু কাসিভিতা কার্লি জানিয়েছেন, ‘নর্থ কিভুর গোমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমানটি নিখোঁজ হয়। তারপর শহরের পাশের এমপেনাডো নামক এলকার একটি বাড়ির উপর সেটি বিধ্বস্ত হয়েছে। বিমানটি বেসরকারি মালিকানাধীন বিমান পরিবহন সংস্থা ‘বিজি বি’ এর।
গোমা বিমানবন্দর কর্তৃপক্ষ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, ধারণা করা হচ্ছে বিমানটি গোমা থেকে বেনি শহরের দিকে যাচ্ছিল। তবে উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। ডিআর কঙ্গোয় বিমানের দুর্বল রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা মান শিথিল হওয়ায় প্রায় এ ধরনের দুর্ঘটনা ঘটে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: