লিবিয়ার সামরিক স্কুলে বিমান হামলা: নিহত ২৮, আহত ৩১
 প্রকাশিত: 
 ৬ জানুয়ারী ২০২০ ০৩:৫৯
 আপডেট:
 ৬ জানুয়ারী ২০২০ ১০:১৬
 
                                প্রভাত ফেরী ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপলিতে একটি মিলিটারি স্কুলে বিমান হামলার ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। শনিবার ওই হামলার ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল হাশেমি বলেন, ত্রিপলিতে মিলিটারি স্কুলে বিমান হামলার ঘটনায় ২৮ ক্যাডেট নিহত হয়েছে। এছাড়া আরও কয়েক ডজন আহত হয়েছে।
শনিবার রাতের ওই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ত্রিপোলির জাতিসংঘ সমর্থিত সরকারের স্বাস্থ্যমন্ত্রী হামিদ বিন ওমর।
হামলার সময় ওই শিক্ষার্থীরা প্যারেডে অংশ নিয়েছিলেন। রাজধানী ত্রিপলির একটি আবাসিক সেক্টরে আল হাদবা আল খাদরা স্কুল অবস্থিত। আহত শিক্ষার্থীদের সহায়তার জন্য হাসপাতাল এবং ব্লাড ব্যাংকে রক্তদানের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কারা ওই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর প্রায় পাঁচ বছর ধরে দেশটিতে সক্রিয় রয়েছে দুটি সরকার। এর মধ্যে রাজধানী ত্রিপোলি থেকে পরিচালিত সরকারকে সমর্থন দিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ। আর দেশটির পূর্বাঞ্চল থেকে পরিচালিত জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিচ্ছে মিসর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব ও ফ্রান্স।
শনিবার রাতে আল হাদবা এলাকায় সামরিক শিবিরে ‘বিমান থেকে বোমা বর্ষণ করা হয়েছে’ বলে জিএনএ-র অনুগত বাহিনীগুলো জানিয়েছে। হামলার জন্য এলএনএকে দায়ী করেছে তারা। কিন্তু হামলার সঙ্গে এলএনএ-র জড়িত থাকার কথা অস্বীকার করেছেন গোষ্ঠীটির এক মুখপাত্র।
ঘটনাস্থল থেকে সম্প্রচারিত ফুটেজে এলোমেলোভাবে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। জিএনএ-র স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল হাশেমি বলেন, “ত্রিপোলির সামরিক একাডেমিতে বিমান হামলায় ২৮ ক্যাডেট নিহত ও বহু আহত হয়েছে।”
বিষয়: লিবিয়া বিমান হামলা

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: