অস্ট্রিয়ান পর্বতমালায় তুষারধস: নিহত ৬
 প্রকাশিত: 
 ৯ মার্চ ২০২০ ২০:৩১
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:৫৩
 
                                প্রভাত ফেরী: ইউরোপের অস্ট্রিয়ান পর্বতমালায় পৃথক দু’টি তুষারধসে ছয়জন নিহত হয়েছে। রোববার ডাচস্টেইন হিমবাহ ও দক্ষিণাঞ্চলীয় ক্যারিনথিয়া অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, রোববার সকালে ডাচস্টেইন হিমবাহ ভ্রমণরত পাঁচ পর্যটক ভূপৃষ্ঠের প্রায় ২ হাজার ৮০০ মিটার উঁচুতে ভয়াবহ তুষারধসের মুখে পড়েন। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এছাড়াও দক্ষিণাঞ্চলীয় ক্যারিনথিয়া অঞ্চলে আরেকটি তুষারধসে ৩৩ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। তিনি প্রশিক্ষণ কাজে অংশ নিতে সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে।
স্থানীয় উদ্ধারকারী দলের প্রধান হেরিবার্ট এসেল জানান, দুর্ঘটনার পরপরই অন্তত সাতটি হেলিকপ্টার ও ১০০ উদ্ধারকর্মী নিখোঁজদের সন্ধানে নেমেছেন।
পৃথিবীতে বিপজ্জজনক প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে তুষারধস অন্যতম। পর্বতে জমে থাকা বিশাল বরফের স্তর ধসে প্রতি বছর বহু মানুষ প্রাণ হারান। এর একেকটি সুবিশাল বরফখণ্ড সহজেই রাস্তা, বাড়িঘর, গাড়ি ধ্বংস করে দিতে পারে।
গত বছরের জানুয়ারিতেই অস্ট্রিয়ার রামসৌ অ্যাম ডাচস্টেইন অঞ্চলের একটি হোটেল ভয়াবহ তুষারধসের শিকার হয়েছিল। এ ঘটনায় অন্তত ৬০ পর্যটক গুরুতর আহত হন।
বিষয়: তুষারধস

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: