শিক্ষকতা -একটি অনন্য ও মহান পেশা : পারভীন আকতার
 প্রকাশিত: 
 ৩ অক্টোবর ২০২০ ২৩:১০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২১:১১
                                
এই জগতের যত নামীদামী পেশা থাকুক না কেন শিক্ষকতা একটি সৃষ্টিশীলধর্মী সৃজনশীল অনন্য মহান পেশা। একটা শিশু মায়ের গর্ভ থেকে বিশ্ব মাঝে আসার পর হাটিহাটি পা পা করে সামনে আগানোর পর বিদ্যালয় দরজা পর্যন্ত পৌঁছে দেয় মা বাবা, অভিভাবক। সেই শিশুদের নিজের সন্তানের মত গড়ে তোলার মানসিকতায় তার ভিতরে একটা স্বচ্ছ সৎ বিবেকবান ও ভাল মানুষ বানানোর প্রয়াস চালায় জাতি গড়ার মহারথী মহান পেশায় নিয়োজিত শিক্ষকগন। কোন স্বার্থ নেই একেবারেই।শুধু নিজের সবটুকু দিয়ে আমরা শিক্ষকসম্প্রদায় চেষ্টা করি যেন মেধা মননে ভবিষ্যৎ যোগ্য প্রজন্ম তৈরি করতে যেন সক্ষম হই।এটা একটা বড় টিম ওয়ার্ক। শিক্ষা নীতি থেকে শুরু করে পরিকল্পনাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আর্থ সামাজিক প্রেক্ষাপট সবাই সবকিছু এর সাথে জড়িত।একজন গো অক্ষর, সম্পূর্ণ না জানা মানুষকে কি করে একজন শিক্ষক তার ভিতর সব আস্তে আস্তে বিন্যস্ত করেন তা তিনিই শুধু জানেন। এটা একটা ম্যাজিক, যাদু কাঠির মত সুক্ষ্মদর্শী কর্মকান্ড। তিনিই পারেন একজন অবুঝ শিশুকে ডাক্তার, প্রকৌশলী, সাহিত্যিক, সচিব, ব্যাংকার, আমলা, শিক্ষক ইত্যাদি তৈরি করতে। একজন শিক্ষক যে কতটা উচ্চ সম্মানের অধিকারী তা তিনি নিজেও জানেননা বা বুঝতে পারেননা অনেকসময়। কারণ এই জাতি গড়ার মহারথীর বর্তমান সমাজে এত গুরুত্ব কম, এতটা নিষ্পেষিত, শোষিত যে তিনি নিজেকে আর মহান ভাবতে পারেননা।
কত টাকা বেতন পান একজন শিক্ষক? স্বল্প শিক্ষিতরাও এর চেয়ে ঢের ভাল রোজগার করে তবু শিক্ষকদের শুনতে হয় কত অপমানজনক কথা, মুখ বুঝে সহ্য করে যায় জীবনের ক্রান্তিকাল পর্যন্ত।সামান্য বেতন বাড়ল আর কাজ দেয় আকাশসম পড়ায় না বাকী কাজ সামলায় কোনটা?অনেকসময় অসহায়ের মত অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি আকাশপানে। তবুও পান থেকে চুন কষলেই হাজার কথার আর্তনাদ! উন্নত বিশ্বে শিক্ষকরা হয় পরম শ্রদ্ধার, পূজনীয়।কোন কথা বলার সময় চিন্তা করে বলাটায় ভাল যে এতে কোন মনঃক্ষুণ্ণ হচ্ছে কিনা।
আমাদের মত অনেকে শিক্ষকতা পেশাকে খুব ভালবাসেন,কিন্তু সেখানে কাজ করতে গিয়েও দেখা যায় নিজেদের মধ্যেও অনেক সংঘাত সম্মান, মূল্য দেয়া না দেয়া নিয়ে।একজন শিক্ষকতো শিক্ষকই তিনি প্রধান হোক বা সহকারি। তাতে কি যায় আসে?তাই বলেতো কেউ অসম্মানের পাত্র হতে পারেনা! সময়ের সাথে সাথে আমাদের মনটাকেও আরো উদার করা উচিৎ কার্য বলে মনে করি। না হয় শিক্ষাগুরুর মর্যদা কেউ যথাযথভাবে দেবেনা বা করতে মন চায়বেনা বৈকি। তাই বলি, "শিক্ষক মোরা শিক্ষক, ধরণীর মোরা দীক্ষক"।
পারভীন আকতার
শিক্ষক, কবি ও প্রাবন্ধিক 
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ
বিষয়: পারভীন আকতার

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: