সিদ্ধার্থ সিংহের চারটি ঝলক-গল্প
 প্রকাশিত: 
 ২৯ জুন ২০২২ ১৯:২৭
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৭:৩৯
                                
আবির
একটি ছেলে আর একটি মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে দু'জন দু'জনকে খুব করে আবির মাখাচ্ছিল। এমন সময় রঙে ভূত হওয়া আরেকটি ছেলে এসে মেয়েটিকে আবির মাখাতে যেতেই মেয়েটি বলল, না না, একদম না। আমাকে শুধু আমার বয়ফ্রেন্ডই আবির দেবে।
ছেলেটি তখন পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে ওদের দিকে তাকাতেই সেই বয়ফ্রেন্ডটি আঁতকে উঠল, আরে, এটা তো তোমার স্বামী!
কালসিটে
কলিংবেলের শব্দ শুনে শেফালী দরজা খুলতেই দেখলেন পাড়ার বউদি দাঁড়িয়ে আছেন। আসুন আসুন বলে তাঁকে ঘরের ভিতরে নিয়ে এলেন শেফালী। সোফায় বসতে বসতে শেফালীর চোখ কালসিটে পড়ে ঢোল হয়ে আছে দেখে বউদি বললেন, এ কী! তোমার চোখে কী হয়েছে?
শেফালী বললেন, আমার স্বামী আমাকে খুব মেরেছে। বৌদি বললেন তোমার স্বামী তো দিল্লিতে!
শেফালী বললেন, আমি তো সেটাই ভেবেছিলাম...
ইয়া-আ-আ-আ
বউ খুব অভিমান করে বলল, তুমি ভীষণ ইয়ে... ঘরে যা আসে তুমি সবসময় নিজের কাছে রেখে দাও। আমাকে কিছুই দাও না।
বর বলল, ঠিক আছে, এ বার থেকে যা আসবে দশ দিন তোমার কাছে থাকবে। দশ দিন আমার কাছে।
এটা শুনেই বউ আল্লাদিত হয়ে চিৎকার করে উঠল, ইয়া-আ-আ-আ... সত্যি?
ঠিক তখনই বর বলল, আজ তোমার বোন আসছে। কুড়ি দিনের জন্য।
অভিযোগ
বাড়ি থেকে মোমো বানিয়ে পার্কে এসেই টিফিন কৌটোটি তুলে দিল প্রেমিকের হাতে। প্রথম মোমোটি টমেটো সস মাখিয়ে মুখে দিতেই মুখ বিকৃত করে প্রেমিক বলল, সারাদিন ধরে তো কুকিং শো দ্যাখো আর রান্নার এই ছিরি?
প্রেমিকা বলল, তুমিও তো সারাদিন ধরেই ব্লু-ফিল্ম দ্যাখো, আমি কখনও অভিযোগ করেছি?
সিদ্ধার্থ সিংহ
কবি ও লেখক, পশ্চিম বঙ্গ, ভারত
বিষয়: সিদ্ধার্থ সিংহ

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: