একলা আমি থাকতে পারি : শাহান আরা জাকির পারুল
 প্রকাশিত: 
 ৫ অক্টোবর ২০২২ ০১:৫৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৪:০৬
                                
একলা আমি থাকতে পারি কেউ যদি না চায় 
একা এসে একাই যাবো কিবা আসে যায় 
আমার আছে ফুল পাখি আর মস্ত আকাশখানি 
ধল প্রহরে কুহক কেকা আপন আমার জানি 
মধ্যরাতে জোৎস্না এসে পড়বে জানালায় 
উদাস হয়ে ভাসবো আমি ভাঙাগড়ার নায়
ভোরের আলোয় গান শোনাবে মিষ্টি ভোরের পাখি 
আড়মুড়িয়ে আলসেমিতে মেলবে আমার আঁখি 
দূরে কোথাও আসবো ঘুরে মনটা যদি কাঁদে 
পাহাড় নদী ওরা আমায় ফেলবেনাকো ফাঁদে 
কালবৈশাখী ঝড় দেখে খুব ভয় যদিও পাই 
একলা ঘরে পাল্টে যাবে হয়তো পুরোটাই
পুরোনো কথার মালা গেঁথে কেটে যাবে রাত 
ভাববো কারো ছায়া এসে ধরবে আমার হাত 
তেমন কিছু চাইনা আমি থাকলে কলম বই 
জানবো আমার অনেক আছে একা আমি নই 
ভর দুপুরে শুনবো বসে ঝরাপাতার গান 
হটাৎ তখন বৃষ্টি এসে করবে কলতান 
কেটে যাবে এমনি করেই আমার সারাবেলা
সাঙ্গ হবে এক জীবনের পাওয়া না পাওয়ার খেলা ......
শাহান আরা জাকির পারুল 
নাট্যকার, লেখক ও গবেষক
বিষয়: শাহান আরা জাকির পারুল

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: