যুদ্ধ: আহসান হাবীব
 প্রকাশিত: 
 ১২ এপ্রিল ২০২০ ২৩:২৭
 আপডেট:
 ১ মে ২০২৩ ২১:০০
                                
একটা বিদেশী পোস্টার দেখেছিলাম কোথায় যেন, বহু বছর আগে। সেখানে আমাদের নীল পৃথিবীর একটা সত্যিকারের অসাধারন সুন্দর ছবি ছিল (সম্ভবত স্পেস থেকে তোলা)। তার নীচে ইংরেজীতে ছোট্ট দুইটা লাইন লিখা ‘ লাভ ইট অর লিভ ইট ‘
পৃথিবীকে ভালবাস না হলে ত্যাগ কর। আমরা আসলে আমাদের পৃথিবীকে ভালবাসতে পারিনি। তাই কি ত্যাগ করতে হচ্ছে এখন ? ... একে একে নিভিছে দেউটি!
মহামারীর নানান সব ভয়াবহ ইতিহাস পড়ে আমরা বড় হয়েছি। আর এখন ভয়ঙ্কর এক মহামারি আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। এই কিছুদিন আগেও এক দেশ আরেক দেশকে হুমকি ধামকি দিচ্ছিল, আমেরিকা ইরান উত্তর কোরিয়া সিরিয়া ... আর এখন পৃথিবীর বড় বড় ক্ষমতাধর রাষ্ট্র প্রধানরা মুখ চুন করে বসে আছেন যার যার ঘরে, কোয়ারেন্টাইনে। তাদের হাইড্রোজেন বোম, এটম বোম, নিউট্রন বোম, ড্রোন মিসাইল এখন আর কোন কাজেই আসছে না। আরএনএর ক্ষুদ্রাতিক্ষুদ্র একটা বল প্রোটিনের আবরনে ঢাকা কোভিড নাইনটিন ... তার কি ক্ষমতা। কোন হুমকি ধামকির মধ্যে নাই আস্তে করে ঢুকে গেছে মানুষের শরীরে... মানুষকে বুঝতেও দেয় নি... তারপর এপিডোমিক।
সবাই বলছে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। নানান রকম গুজব ছড়াচ্ছে চারদিকে আর সোস্যাল মিডিয়ার কারণে গুজব ছড়াতে খুব বেশী সময়ও নিচ্ছে না। একটা গুজব দেখলাম এরকম... কোন দেশ নাকি বাঘ আর সিংহ করোনা আক্রান্ত শহরে ছেড়ে দিয়েছে! শহরের সবাই সুর সুর করে ঘরে ঢুকে বসে আছে বাঘ আর সিংহের ভয়ে। একটা ছবিও দিয়েছে শহরে সিংহ ঘুরে বেড়াচ্ছে। গুজব হলেও বুদ্ধিটা খারাপ না। এমনিতে অনেক শহরে মানুষ ঘরের ভিতর ঢুকছে না যদি বাঘ সিংহের ভয়ে ঢুকে। বিষয়টা গুজব হলেও একটু কল্পনা করা যাক... (আইনস্টাইন বলেছেন জ্ঞানের চেয়ে কল্পনা জরুরী। অবশ্য তিনি বলে যান নি গুজবের চেয়ে কল্পনা জরুরী কিনা!!)
... ... ... সেই করোনা আক্রান্ত শহরে সিংহ ঘুরে বেড়াচ্ছে। একটা মানুষও শহরের বাইরে নেই। কিন্তু সিংহ হঠাৎ দেখতে পেল একটা বৃদ্ধ মানুষ বসে আছে রাস্তার ধারে একটা গাছের নিচে। সিংহ জীভ চেটে এগিয়ে গেল তার কাছে। ক্লান্ত বৃদ্ধ মানুষটি চোখ তুলে তাকাল..

-তোমার কি বাঘ সিংহের ভয় নেই? সিংহ বলল
-আছে। বিড় বিড় করে বলল বৃদ্ধ
-তাহলে এভাবে বাইরে বসে আছ যে? ঘরে যাও নি কেন অন্যদের মত?
বৃদ্ধ হাসল। ‘ আমার ঘর থাকলেতো যাব...’
- ওহ! সিংহের কিছু মায়া হল দরিদ্র বৃদ্ধের জন্য, কে জানে। ‘ কিন্তু আমি ক্ষুধার্ত তোমাকে আমার খেতেই হবে। তার মানে বুঝতে পারছ তোমার জীবন এখন আমার ইচ্ছের উপর নির্ভর করছে।’
- জানি। বৃদ্ধ মৃদু হাসে। দার্শনিকের মত আকাশের দিকে তাকিয়ে বলে ‘ জীবনকে অত গুরুত্বের সাথে নেয়ার কিছু নেই, কারণ এই জীবন থেকে আমরা কেউই কোনোদিন জীবিত অবস্থায় বের হতে পারব না। ’
কিন্তু না, এই বৃদ্ধের মত আমরা এখন আর এতটা উদাসিন হতে পারছি না। আমাদের এই অবরুদ্ধ জীবন থেকে বের হতে হবে। কারণ আমরা জানি একটি দরজা বন্ধ হলেও প্রকৃতির আরেকটি দরজা খুলে যায়। সেই দ্বিতীয় দরজাটি খোলার শব্দ শোনার অপেক্ষায় আছি আমরা, ঘরে বসেই অপেক্ষা করছি ... এই ঘরে বসে অপেক্ষাই এখন আমাদের যুদ্ধ ... !
বিষয়: আহসান হাবীব

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: