সরকারিভাবে জর্ডানে নারী গার্মেন্টস কর্মী নিয়োগের সুযোগ


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২২ ২২:২২

আপডেট:
৫ মে ২০২৫ ০৩:৩৪

 

প্রভাত ফেরী: কম খরচে জর্ডানে নারী গার্মেন্টস কর্মী পাঠাচ্ছে সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসীস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড- বোয়েসেল।   এর জর্ডানের MAS AL safi Apparel Manufacturing L.L.C কম্পানীর অধীনে মহিলা মেশিন অপারেটর পদে ২০০ জন কর্মী নিয়োগ দেয়া হবে। কর্মীদের মূল বেতন হবে ১২৫ জর্ডান দিনার যা বাংলাদেশি ১৫,১৫৬ টাকা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বোয়েসেল। চাকরির শর্ত ও সুযোগ-সুবিধা নিচে জানানো হলো।

 

চাকরির শর্তাবলিঃ

দৈনিক ৮ ঘন্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন মেশিন অপারেটরদের জন্য)।

চাকরির চুক্তি মেয়াদ ৩ বছর (নবায়নযোগ্য);

থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহণের ব্যবস্থা করবে নিয়োগকর্তা।

চাকরিতে যোগদেয়ার বিমান ভাড়া এবং ৩ বছর চাকরি শেষে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।

অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

যাদের বিরুদ্ধে দেশ বা জর্ডানে মামলা রয়েছে, তারা নিয়োগের অযোগ্য।

প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং আগ্রহী প্রাথীদের বয়স ২০-৩৯ এর মধ্যে হতে হবে । নির্বাচিত নারী কর্মীদের কোন প্রকার টাকা লাগবে না। শুধুমাত্র ফিংগার প্রিন্ট বাবদ ২০০/- টাকা খরচ হবে। এছাড়া অতিরিক্ত কোন খরচের প্রয়োজন নেই।

 

স্বাক্ষাৎকারের সময় যা সঙ্গে আনতে হবেঃ

৪ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি

মূল পাসপোর্ট ও পাসপোর্টের ছবিযুক্ত অংশের ০১ সেট রঙ্গিন ও চার সেট সাদাকালো ফটোকপি

শিক্ষাগত / অভিজ্ঞতার সনদ (যদি থাকে)

আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্রসহ ১৪ জানুয়ারি শুক্রবার সকাল ৮ টায় সাক্ষাৎকার / টেস্টের জন্য বাংলাদেশ – কোরিয়া কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে (দারুস সালাম, মিরপুর রোড ঢাকা) উপস্থিত থাকতে হবে। এছাড়া যেকোন তথ্যের জন্য ০২-৪৮৩১৯১২৫ ও ০২-৪৮৩১৭৫১৫ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে । প্রার্থীদের Bio-Data (জীবন বিত্তান্ত) সঙ্গে আনার প্রয়োজন নেই।

 

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top