আর্কটিক অঞ্চলে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত:
২৮ আগস্ট ২০২২ ০৮:১৭
আপডেট:
৫ মে ২০২৫ ০৭:৪০

যুক্তরাষ্ট্র আর্কটিক অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তত্পরতার মধ্যে একজন রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা করছে। ওই অঞ্চলে এটাই হবে প্রথম মার্কিন রাষ্ট্রদূত নিয়োগের ঘটনা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, সুমেরু (উত্তর মেরু) অঞ্চলে মার্কিন সরকারের নীতি এগিয়ে নেওয়ার জন্য অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ পদে একজনকে নিয়োগ করা হবে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ উত্তর মেরু অঞ্চলে রাশিয়ার হুমকির বিষয়ে সতর্ক করার পর এ খবর এলো।
স্টলটেনবার্গ আর্কটিক পর্যন্ত চীনের উপস্থিতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, নতুন মার্কিন রাষ্ট্রদূত সাতটি আর্কটিক দেশ - কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং রাশিয়ার পাশাপাশি স্থানীয় আদিবাসী গোষ্ঠী এবং অন্য অংশীজনদের সঙ্গে যুক্ত থাকবেন।
বেদান্ত প্যাটেল বলেন, ‘এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের জন্য ‘গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়’ এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের জন্য অগ্রাধিকার। ব্লিঙ্কেন শিগগিরই রাষ্ট্রদূতের নাম ঘোষণা করবেন। নিয়ম অনুযায়ী তার নিয়োগ সিনেটে চূড়ান্ত হবে।
উত্তর মেরুর কাছে রাশিয়ার উপস্থিতি বৃদ্ধি ও চীনের আর্কটিক গবেষণা কেন্দ্র নির্মাণের সময় যুক্তরাষ্ট্র এই ঘোষণা দিল।
ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ শুক্রবার আর্কটিকের কানাডীয় অঞ্চল পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, উত্তর মেরু অঞ্চলে রাশিয়ার সক্ষমতা ন্যাটো জোটের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ।
নতুন মার্কিন রাষ্ট্রদূত পদটি আগের সুমেরু সমন্বয়কারী পদের স্থলাভিষিক্ত হবে। পেশাদার কূটনীতিক জিম ডিহার্ট এই পদে ছিলেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: