সিডনির ১২ বছরের প্রতিভা জায়াহের নতুন গান “See You All Tonight” প্রকাশ


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৫ ১৮:০৭

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ১৮:০৭

ফাইল ছবি

মাত্র ১২ বছর বয়সেই সিডনির কিশোরী শিল্পী জায়াহ সবাইকে চমকে দিয়েছেন তাঁর নতুন গান “See You All Tonight” দিয়ে। গানটি তৈরি হয়েছে Forbes Street Studios-এ, প্রযোজক ছিলেন ইথান রিজিনাটো।

জায়াহ সাধারণত আবেগী ও শান্ত স্বরের গান করেন। কিন্তু এবার তিনি ভিন্ন কিছু উপহার দিয়েছেন—একটি আনন্দময়, প্রাণবন্ত ও সবার সঙ্গে মিলেমিশে থাকার গান।

গানটির সুর তিনি তৈরি করেন মাত্র ৯ বছর বয়সে, আর লিরিক্স লিখতে শুরু করেন ১১ বছর বয়সে লন্ডন থেকে ফেরার পথে। পরে পিয়ানো বাজিয়ে গানটি সম্পূর্ণ করেন। মা তাঁকে উৎসাহ দিয়েছিলেন খুশির গান বানাতে, কারণ তাঁর আগের গানগুলো একটু দুঃখের ছিল।

জায়াহ খুব অল্প বয়স থেকেই সঙ্গীত জগতে সাড়া ফেলেছেন। ৭ বছর বয়সে গান লেখা শুরু করেন, ৮ বছরেই মঞ্চে পরিবেশন করেন। তিনি আন্তর্জাতিক Songwriting Competition-এ সবচেয়ে কম বয়সী ফাইনালিস্ট ছিলেন এবং যুক্তরাষ্ট্রে Prodigy Camp-এ স্কলারশিপও পেয়েছেন।

এখন “See You All Tonight” বিশ্বজুড়ে শোনা যাচ্ছে এবং জায়াহ দ্রুতই অস্ট্রেলিয়ার উদীয়মান তরুণ শিল্পীদের মধ্যে অন্যতম হয়ে উঠছেন।

উল্লেখ্য যে এই প্রজন্মের সন্তান জায়াহর নানা হচ্ছেন অস্ট্রেলিয়ার বাংলাদেশী কমিউনিটির সর্বজন শ্রদ্ধেয় জনাব কাজী আলী, যিনি কমিউনিটিতে অন্যন্য ভূমিকা রাখার জন্য অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে মেডেল অব দি অরডার অব অস্ট্রেলিয়া” পুরস্কারে ভূষিত হোন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top