টেক্সাসে ট্রেনে আটকা পড়া ২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ১৩


প্রকাশিত:
২৫ মার্চ ২০২৩ ১৮:৩২

আপডেট:
৪ মে ২০২৫ ২৩:৫৫

 

একটি বেনামি জরুরি ফোনের উপর ভিত্তি করে টেক্সাস পুলিশ শুক্রবার (২৪ মার্চ) একটি ট্রেন থামায়। সেই ট্রেন থেকে আটকা পরা ১৫ জন অভিবাসীকে উদ্ধার করে তারা। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। টেক্সাসের পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় ইন্ডিয়া টাইমস।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সীমান্ত টহল সান আন্তোনিও শহরের কাছে দক্ষিণ টেক্সাসের নিপ্পার পূর্বে ট্রেনটিকে থামানো হয়। তারা প্রায় ১৫ জন অভিবাসীকে উদ্ধার করেছে যাদের জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল।

তাদের মধ্যে পাঁচজনকে সান আন্তোনিওর একটি হাসপাতালে পাঠানো হয়েছে, অন্য পাঁচজনকে চিকিৎসার জন্য এলাকার আরেকটি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা জানা যায়নি। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

তারা প্রায় ১৫ জন অভিবাসীকে উদ্ধার করেছে যাদের জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল। তারা প্রায় ১৫ জন অভিবাসীকে উদ্ধার করেছে যাদের জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল।

স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে জরুরি ফোন কল পেয়ে পুলিশ ট্রেন থামায়। তখন ওই এলাকায় তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। পুলিশ জানিয়েছে, একটি মালবাহী রেলপথ সংস্থা ইউনিয়ন প্যাসিফিক এই ঘটনার তদন্তের নেতৃত্ব দেবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top