সিডনী সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১


বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নালিশ জানাল দিল্লি


প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২৪ ১২:০৭

আপডেট:
২৮ নভেম্বর ২০২৪ ১২:০৮

সংগৃহীত ছবি

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে বিভিন্ন হামলা ও সহিংসতার ঘটনার তদন্ত দাবি করে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে পৃথকভাবে চিঠি দিয়েছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা (ফিডস)।

গতকাল বুধবার ফিডসের প্রেসিডেন্ট খান্দেরাও কান্ড ট্রাম্প এবং বাইডেনকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে।

ট্রাম্পকে প্রদান করা চিঠিতে বাংলাদেশের মৌলবাদী ইসলামের বৃদ্ধি উল্লেখ করে খান্দেরাও বলেন, “বাংলাদেশ মৌলবাদী ইসলামি রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের তৎপর হওয়া জরুরি। আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক টিমের প্রতি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশে শান্তি ফিরিয়ে এনে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে।‘’

বাইডেনকে দেওয়া চিঠিতে খান্দেরাও বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা নির্ভর করছে দেশটির দুর্বল জনগোষ্ঠীসহ সব নাগরিকের অধিকার সুরক্ষার উপরে। আমরা চাই আপনার প্রশাসন বাংলাদেশে নিপীড়িতদের রক্ষায় তৎপর হবেন।”

সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সনাতন ধর্মাবলম্বীদের সনাতন জাগরণ সমাজের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনও নামঞ্জুর করেছে আদালত।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও তার জামিন না পাওয়া নিয়ে উভয় চিঠিতে উদ্বেগ জানিয়েছে ফিডস।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top