অবৈধভাবে কোনো বিদেশি বাংলাদেশে থাকতে পারবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
 প্রকাশিত: 
 ৮ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৩
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১০:৫২
                                অবৈধভাবে কোনো বিদেশিকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘অবৈধভাবে বসবাসকারী কোনো বিদেশিকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না।’
আজ রোববার দুপুরে সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাঁদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো।’
অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের সতর্কবার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের সতর্কবার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
এতে আরও বলা হয়, ‘অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: