সিডনী রবিবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫, ৪ঠা ফাল্গুন ১৪৩১


খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে : ডা. এ জেড এম জাহিদ


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৫ ১৮:১০

আপডেট:
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৩

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বেগম জিয়া কারো সাহায্য ছাড়া একাই হাঁটতে পারছেন। রোববার সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

এদিকে প্রতিদিনের মতো ক্লিনিকে সস্ত্রীক মায়ের জন্য খাবার নিয়ে এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডা. জাহিদ আরো জানান, চিকিৎসক প্যাট্রিক কেনেডি খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করেছেন । তাকে ফিজিওথেরাপি দেয়া হচ্ছে।

ওদিকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক জানান, লন্ডনের ডাক্তাররা বলেছেন দেশে খালেদা জিয়ার চিকিৎসা আন্তর্জাতিক মানের হয়েছে। তিনি বর্তমানে কারো সাহায্য ছাড়াই হাঁটতে পারছেন। তিনি দেশবাসীর খবর নিয়ে দিক নির্দেশনাও দিয়েছেন। খালেদা জিয়ার খোঁজ নিতে ক্লিনিকের সামনে প্রতিদিন ভিড় করছেন বিএনপির নেতাকর্মীরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top