অ্যাপসের মাধ্যমে নাগরিকদের তথ্য সংগ্রহ করবে ডিএমপি: আছাদুজ্জামান মিয়া
 প্রকাশিত: 
 ১০ সেপ্টেম্বর ২০১৯ ০০:৩৩
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৬:৫৮
                                প্রভাত ফেরী ডেস্ক: সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) নামে একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে এখন থেকে নাগরিকদের তথ্য সংগ্রহ করবে বলে জানিয়েছে পুলিশ। আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিএমপির মিডিয়া সেন্টারে এর উদ্বোধন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান মিয়া বলেন, রাজধানী ঢাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ প্রক্রিয়া আরো দ্রুত, সহজ এবং করার লক্ষ্যে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) নামের মোবাইল অ্যাপটি খুবই সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি বলেন, পুলিশ এতদিন ঢাকা মহানগরের নাগরিকদের তথ্যের জন্য একটি নির্দিষ্ট ফরম ব্যবহার করতো। এ জন্য অনেক সময় পুলিশকে বাড়ি বাড়ি যেতে হত অথবা বাড়ির মালিককে তথ্য থানায় গিয়ে জমা দিয়ে আসা লাগতো। পরে সব তথ্য যাচাই-বাছাই করে সিস্টেমে এন্ট্রি দেয়া হতো। এতে লোকবল ও সময় দুটিই বেশি লাগত। কিন্তু এখন থেকে এই অ্যাপের মাধ্যমে এই দুর্ভোগের অবসান হলো। আর তাই এখন এই তথ্য ঘরে বসেই দিতে পারবেন ঢাকার বাসিন্দারা।
ডিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার একটি বাস্তব প্রয়োগ হচ্ছে ডিএমপির নাগরিক তথ্য সংগ্রহের এই মোবাইল অ্যাপ্লিকেশনটি। এটি আজ থেকে গুগল প্লেস্টোরে পাওয়া যাবে। নিজেদের স্মার্টফোনে এই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন নাগরিকরা।
আসাদুজ্জামান মিয়া বলেন, নাগরিক ডাটাবেস থাকার কারণে জঙ্গিরা ঢাকা শহরে বাসা ভাড়া নিতে পারেনি বা অবস্থান করতে পারেননি। জঙ্গি দমনে এই সিস্টেম একটি যুগান্তকারী ভূমিকা রেখেছে। এ ছাড়া আমাদের অপরাধ ডিটেকশন এবং প্রিভেনশন এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে। টেন্ডারবাজি, ছিনতাই, রাহাজানি ও চাঁদাবাজি দমনেও নাগরিক তথ্য ভান্ডার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে এসময় উল্লেখ করেন তিনি।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: