সড়কে নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে: ইলিয়াস কাঞ্চন
 প্রকাশিত: 
 ২৩ অক্টোবর ২০১৯ ০০:১৭
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২১:৩৭
                                প্রভাত ফেরী ডেস্ক: সড়কে নিজের জীবনের দায়িত্ব নিজেকে নিতে হবে জানিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘যারা সড়কে আসবেন, তারা সবাই মনে রাখবেন সড়ক কোনও আনন্দের জায়গা নয়, একটি বিপজ্জনক জায়গা। প্রতিমুহূর্তে এখানে গাড়ি চলছে, দুর্ঘটনা ঘটে। তাই যারা সড়কে আসবেন অবশ্যই সাবধানে চলবেন।’
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত সড়ক দিবসের র্যালি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘জীবন আমার, সেই জীবনের দায়িত্বও আমার। আমার জীবনে দায়িত্ব যদি আমি না নিই তাহলে আমাকে অন্য কেউ বাঁচাবে আসবে না।’আমরা সবাই যদি সাবধান না হই তাহলে সড়কে মৃত্যুর মিছিল থামবে না। তাই সবাইকে সড়কে সাবধানতার সাথে চলতে হবে এবং সড়কের সকল নিয়মকানুন মেনে চলতে হবে।
তিনি বলেন. ‘আমি প্রত্যেককে বলতে চাই, আপনারা মনে রাখবেন সড়কে যখন গাড়ি চলে তখন তার একটা গতি থাকে। একটি গাড়ি যদি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে, তাহলে ২০টি পিস্তল দিয়ে গুলি করলে যে বিপদ হয়, সেই একই বিপদ হবে। সেই বিপদ মাথায় না রেখে যদি আমরা গাড়ি চালাই এবং পথ চলি তাহলে আমাদের বাঁচার উপায় নেই। আমরা এবং সরকার যতই চেষ্টা করি না কেন, কেউ এ থেকে রক্ষা পাবে না। সবাইকে বুঝতে হবে, আমি সড়কে অন্যের জন্য কোনো বিপদ সৃষ্টি করছি কিনা।’
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, ‘মানুষের যাতায়াতের জন্য সরকার সড়ক-মহাসড়ক করেছে। কিন্তু তাতে দেখা যাচ্ছে, সড়কের পাশেও মানুষ বাজার বসাচ্ছে। তখন কিন্তু দুর্ঘটনা ঘটছে। এখন মানুষ সচেতন হচ্ছে, দুর্ঘটনাও কিন্তু কমে আসছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে মালিক-শ্রমিক এবং যাত্রী সবাইকে সচেতন হতে হবে। সবার মধ্যে সচেতনতা এলে দুর্ঘটনাও কমে আসবে।’
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: