মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু
 প্রকাশিত: 
 ৩১ অক্টোবর ২০১৯ ০৫:৫৪
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৬:৫৪
                                প্রভাতফেরী ডেস্ক: রাজধানীর রূপনগরে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশু ও মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। আহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী ও দুইজন পুরুষ। আহত শিশুদের ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ৩টার দিকে রূপনগরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৪ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
‘কারও হাত নেই, কারও পা নেই, কারও নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। কারও চেহারা ঝলছে গেছে। ছোপ ছোপ কালচে তাজা রক্ত রাস্তায় গড়াচ্ছে। আনুমানিক ৬-১৪ বছর বয়সী ১০-১২ জন ক্ষুদে শিশু মাটিতে লুটিয়ে পড়েছিল। উফ! বীভৎস ও মর্মান্তিক সেই দৃশ্য দেখে বুক আঁতকে ওঠে।’এভাবেই এ ঘটনার কথা বলছিলেন একজন প্রত্যক্ষদর্শী।
নিহত চার শিশু হলো শাহিন (১০), রমজান (৮), জান্নাত (১৪) ও নুপুর (৭)। আহতরা হলেন সোহেল (২৫), রিকশাচালক জুয়েল (৩০), জান্নাত (২৫), তানিয়া (৭), মীম (৭) বায়েজীদ (৯) অজুফা (৭) জাামিলা (৭) সিয়াম (১১) অজানা (৭) মোস্তাকিম (৭) নিহাদ(৮) মোরসালিনা(৯) অর্নব/রাকিব(১০) জনি (৯)।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া জানান, এক নারী ও তিন শিশুসহ চারজনকে মৃত অবস্থায় এই হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণে নিহতদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতবিক্ষত হয়। এ চারজনের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। যে দুজন সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছেন তারা বিপদমুক্ত।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দিন জানান, ‘আমাদের এখানে ১৪ জন আহত অবস্থায় এসেছে। এদের মধ্যে অধিকাংশই শিশু। এর মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর। আমরা তাদের সব ধরনের চিকিৎসা দিচ্ছি।’
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেন, এ ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়েছে। আহত ও নিহতদের পাশে দাঁড়াতে তিনি নির্দেশনা দিয়েছেন।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: