ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত


প্রকাশিত:
৯ নভেম্বর ২০১৯ ১৮:১১

আপডেট:
১৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:০২

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত

প্রভাত ফেরী ডেস্ক: ঘূর্ণিঝড় বুলবুল-এর কারণে আগামীকাল অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেটসহ (জেএসসি) সমমানের অন্যান্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলো আগামী ১২ নভেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।



শনিবার জেএসসি ও জেডিসিতে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিত হওয়ার জেএসসি পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) একই সময়ে অনুষ্ঠিত হবে।



জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের সব পরীক্ষা স্থগিত



জাতীয় বিশ্ববিদ্যালয়ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শনিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। স্থগিত হওয়া এসব পরীক্ষার তারিখ পরে জানানো হবে।



ঘূর্ণিঝড় বুলবুল-এর জন্য শনিবারের অনুষ্ঠিতব্য অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা, এলএলবি শেষ বর্ষের পরীক্ষাসহ বেশকিছু প্রফেশনাল কোর্সের পরীক্ষা হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কায় এসব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



উল্লেখ্য, বঙ্গোপসাগের সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’  আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। ঝড়ের কারণে সারাদেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আবহাওয়া অধিদফতর জানায়, শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা জেলার সুন্দরবনের নিকট দিয়ে অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় বুলবুল। সমুদ্র বন্দরে আগামীকাল দমকা অথবা ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে। এসময়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top