কল্পনা : কাজী আনোয়ার
প্রকাশিত:
১৬ জুলাই ২০২০ ২১:৫৪
আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৪

ছোঁয়াবো অধর তোমার অধরে
সব ভেসে যাক বৈশাখী ঝড়ে
নির্জন ব-দ্বীপে ফোটাবো গোলাপ
কাঁচ পোকা টিপে কপালে প্রলেপ।
আয়ত নেত্রে পরাবো কাজল
উঠবে যমুনায় জল কল্লোল
এলায়িত কেশে রেখে দু'টো হাত
কাটিয়ে দেবো আজকের রাত ।
শিউলী মালা পরাবো গ্রীবায়
দেখবে সময় কি ভাবে কেটে যায়--
তুমুল ঝড়ে ডুবে যাবে চাঁদ
ভেঙ্গে যাবে সব নিষেধের বাঁধ !
এখন আমার বয়স একুশ,
তোমার হলো ষোলো
দু'জনে ভিজবো বৈশাখী ঝড়ে
হাতে রেখে হাত চলো।।
বিষয়: কাজী আনোয়ার
আপনার মূল্যবান মতামত দিন: