আর নয় চাপাকান্না : জাহানারা নাসরিন
প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২১
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ১১:৪৮

এ জগতের বাহ্যিক রূপ যেন
বিভ্রান্তিকর মরিচীকা,
মঞ্চ কেঁপে উঠে প্রশংসিত স্লোগানে স্লোগানে,
মিথ্যে প্রতিশ্রুতির ফুলঝুরিতে দিশেহারা আমজনতা।
ক্ষমতার জোরে শেষ হয়ে গেছে
সত্য বলার দম,
মনুষ্যত্ব আজ নির্বাসিত।
নির্যাতিতের নিরব বুকের নদীর পাড়
ভাঙছে সদা রক্তাক্ত ঢেউয়ের আঘাতে,
অলিতে-গলিতে কেবলই শোনা যাচ্ছে
নিপীড়নের কষাঘাতে নিষ্পেষিত
অসহায় মজলুমের আর্তনাদ!
আমরা যেন পূর্ণ করছি পাশবিকতার ষোলোকলা।
চাপাকান্নায় আর নয় কবরের নীরবতা
প্রতিবাদের তুফান নিয়ে রাজপথে এসো নেমে
আগ্রাসনের রাক্ষুসরা সব ভয়ে যাক থেমে।
থেমে যাক মিথ্যার যত জারিজুরি গান
অসুরের শক্তির হোক অবসান।
জাহানারা নাসরিন
সহকারী শিক্ষক
দক্ষিণ পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
কোম্পানীগঞ্জ, নোয়াখালী, বাংলাদেশ
বিষয়: জাহানারা নাসরিন
আপনার মূল্যবান মতামত দিন: