তুমি বৃহন্নলা : ডা: মালিহা পারভীন
 প্রকাশিত: 
 ২৯ এপ্রিল ২০২১ ২১:৩৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২০:২০
                                
তুমি প্রথম নাকি দ্বিতীয় নাকি তৃতীয় তাতে কিই বা  যায় আসে  -
লিংগের বৈষম্য যেখানে তোমার সৃষ্টির অনিয়মকে করতে পারেনি ম্লান,
সাহেব -বেগম, রহিম, আমেনার পরিচয় ঢাকেনি তোমার মানবসত্বা,
তুমি আজ লড়াকু সৈনিক
অভিবাদন তোমায়।
তুমি মা না হয়েও আজ স্নেহময়ী জননী, স্ত্রী না হয়েও জায়া,
তোমার হাত আজ রোগকাতর কপালে মমতা স্পর্শে কাঁপে,
তোমার রঞ্জিত ঠোঁটের  ঝুল বারান্দায় মায়ার খেলা
তোমার কপালের লাল টিপে আশা জাগানিয়া ভোর।
তোমার গর্ভধারিণী মা, শুক্রাণু দাতা বাবা
তোমার দ্বিচারিণী প্রকৃতি, ভন্ড পোষাকী সমাজ ধর্ম,
তোমার তৃতীয় লিংগের পদবীর সাথে যুগে যুগে
মিশিয়েছে নিপুন অবহেলা সুনিপুন নিয়ম।।
অথচ তোমারই হাত আজ আর্তের হুইল চেয়ারে , 
তোমার শ্রমের ঘাম সিলিন্ডারের অক্সিজেনে,
তোমার হৃদয়ের পুস্পাঞ্জলি হাসপাতাল করিডোরে,
তোমার চলাচল আজ পীড়িত মানুষের হৃদস্পন্দনে।
তুমি 'মানুষ' না হয়েও আজ মানুষের পাশে,
তুমি হিন্দু মুসলমান খৃষ্টান না হয়েও
তুমি সত্যি মানুষ,
'মানবধর্মের ' নিশান দেখি তোমার হাতে --
তুমি বৃহন্নলা, তোমায় অভিবাদন।
ডা: মালিহা পারভীন
সেগুন বাগিচা, ঢাকা 
বিষয়: ডা: মালিহা পারভীন

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: