আমাকে ডাকেনি কেউ : ডঃ গৌতম সরকার
 প্রকাশিত: 
 ১২ মে ২০২১ ২২:৫৯
 আপডেট:
 ১৩ মে ২০২১ ০৭:৪৫
                                
আমাকে ডাকেনি কেউ
জ্যোত্স্নাস্নাত দিক্ ভাঙা রাত্রে
অথচ আমারও তো ছিল
ঝরা বকুলের দুরন্ত মন্থন,
স্নিগ্ধ সোপাচারে সাজানো প্রেম
আশীর্বাদ, নব সূর্যোদয়ের চিরন্তন প্রণতি
আমাকে ডাকেনি কেউ ----
খেলা ভেঙে গেছে কবে, স্তব্ধ মাঠ আজ
বাকহীন একা,
হেটো মানুষের জৈবিক কলরব
দূর থেকে দূরে….
অথচ আমি তো ছিলাম অপেক্ষায়
বুক ভরা গান নিয়ে, শব্দহীন মন্থনে
সাজাতে ভোরের প্রসূতি৷
আজ মাঠ পড়ে আছে একা,
ভেঙে গেছে খেলাঘর
আমাকে ডাকেনি কেউ৷
ডঃ গৌতম সরকার
কবি ও লেখক, পশ্চিম বঙ্গ, ভারত
বিষয়: গৌতম সরকার

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: