ঘাতকের সেই আশা হলো যে বিফল : শাহান আরা জাকির পারুল
 প্রকাশিত: 
 ১৫ আগস্ট ২০২৩ ২২:০৪
 আপডেট:
 ১৫ আগস্ট ২০২৩ ২২:২৭
 
                                
সে রাতে ছিল যে নিথর আকাশ, 
ছিলোনা কম্পন উদাস বাতাস۔۔ 
ছিলোনা ঢেউ কোন লেকের জলে, 
বুনোপাখি উড়ে উড়ে যায়নি চলে۔۔ 
সেরাতে ছিল শুধু অথৈ আঁধার, 
ছিলোনা কোন আকুল বাধার۔۔
সে রাতে কেন যে জ্বলেনি জ্বোনাক, 
যায়নি শোনা কোন নিশাচর ডাক....
ছিল নিস্প্রান ফসলের মাঠ ,
ছিল থমকে সব পথঘাট ...
ছিলনা 
কোথা ছিল সে রাতে কুহকের দল, 
থেমেছিল কেন যে সব বাহুবল۔۔۔ 
ছিল শুধু ঘাতকের অবাধ চলা, 
ছিল সীমারের বক্ষ ফোলা۔۔ 
রাত্রিশেষেরসপ্নীল প্রাতে, 
কেড়ে নিলো সব রাক্ষুসী হাতে۔۔ 
আকাশ বাতাস আরো নিথর হলো নীরব নিঃশব্দ, 
হয়ে গেলো 
রাজপথ থমথমে আর ভয়াল নিস্তব্দ۔۔۔
ঘাতকের সব আশা হলো যে বিফল, 
পিতাহারা সন্তান পেলো মনোবল ۔۔۔ 
এগিয়ে চলে এই সোনার দেশ 
মাঠে ঘটে খামারে সফলতার রেশ ..
ইতিহাস হয়ে গেলো সেই কালো রাত, 
রাত যায় আসে দিন আসে যে প্রভাত
শাহান আরা জাকির পারুল 
নাট্যকার, লেখক ও গবেষক
۔۔۔۔۔
বিষয়: শাহান আরা জাকির পারুল

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: