বিবেক বুঝি ঘুমিয়ে : টুটু রহমান
 প্রকাশিত: 
 ৪ অক্টোবর ২০১৯ ২০:৪৬
 আপডেট:
 ১২ এপ্রিল ২০২০ ০৭:১৪
                                
অস্তিত্ব আজ মিশে গেছে ধূলিকণায়
অসহ্য ভ্যাপসা জলীয়বাষ্পে
ভাল্লাগছেনা কিছুতেই, 
বাজারের উর্ধ্বমুখী বেপরোয়া আচরণ 
সংসার জীবনের চলমান ছন্দে 
সবাই যেন ক্লান্ত অসহায়,
দেশের অবস্থা আজ এমনতর হয়েছে 
গাধার অধীন হবে বুদ্ধিজীবীর আসন
অসহায় নির্বাক জনগণ,
শিক্ষা চিকিৎসা রাজনীতির বানিজ্যে
দেশ নীতি নৈতিকতা মূল্যবোধ বিবর্জিত 
জীবন্ত কঙ্কালে পরিণত,
ধর্মের শান্তি ও সাম্যের বাণী উপেক্ষিত
ধর্মকে উপলক্ষ করে এক শ্রেণির ভন্ড 
জীবনকে করেছে দূর্বিষহ, 
লোভ ক্ষমতা লিপ্সায় মানুষরূপি ইতর
আত্মীয়তা বন্ধুত্বকে পদদলিত করে 
শুধুই গড়ছে সম্পদের পাহাড়,
আইন আদালত শৃঙ্খলা যতকিছু আছে
অসহায় খেটে খাওয়া দিনমজুর তাতে
আষ্টেপৃষ্টে শৃঙ্খলিত,
বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদর্শহীন রাজনীতি 
করছে শাসন যুগের পর যুগ বুক উঁচিয়ে 
বিবেক বুঝি ঘুমিয়ে, জাগবে কবে?
টুটু রহমান 
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ
বিষয়: কবিতা টুটু রহমান

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: