শরৎ সাজে রুপসী বাংলা: মিনা মাশরাফী
 প্রকাশিত: 
 ৪ অক্টোবর ২০১৯ ২০:৪৮
 আপডেট:
 ১২ এপ্রিল ২০২০ ০৫:০৬
                                
শরৎ এলেই আকাশ সাজে ..
তুলতুলে মেঘ ভেলায় চড়ে আসে ।
কাশের বনে বাতাস নাচে দুলে দুলে
নাচে প্রজাপতি পাপড়ি ফুলে ফুলে ।
অরুনিমা আলো মেখে শিশিরের গায়
শেফালীর শুভ্র হাসি সুবাস ছড়ায়..।
তরতাজা ঘাসফুল গোলাপের রং মেখে... চোখ মেলে চায়...
সবুজের গন্ধ মেখে সুবাস বিহীন
পুলক ছড়ায়....।
আকাশের নীল ঘেসে সাদা সাদা মেঘগুলি কুন্ডলী পাঁকে..
হেঁয়ালিতে ছুটোছুটি লুটোপুটি
দূর আকাশের দিগন্ত ফাঁকে ।
ফুরফুরে দেহমন নাচে অস্তিময়
সবুজ মেঘলা বনে স্বচ্ছ প্রকৃতি...
হশীতল শান্তিময়।
ঝক্ ঝকে ফিরোজা আকাশ ফুরফুরে মাতাল গগনে ....
বক্ সাদা মেঘবা বালিকা দল উড়ি উড়ি চন্চল ছন্দ তানে।
গোলাপ বেলী, দোলনচাঁপা,জুঁই চামেলী নান্দনিক সাজে...
বাঁধন হারা মন আনন্দ তৃষায় আকুল
সকাল দুপুর সাঁঝে ।
অকৃপণ সৌন্দর্যে মন হারিয়ে খুঁজি
স্নিগ্ধ ভালবাসা মাখা তুলতুলে মেঘ মেঘ শুভ্র হাসি....
এইতো আমার সোনার বাংলাদেশ 
আমি তোমায় ভালবাসি ।
নদীর তীরে নৌকা মাঝি প্রানের সুরে ভাটিয়ালী গান গায়....
নদী জলে ঢেউ তরঙ্গ উথাল পাথাল
রাশি রাশি জল ছিটিয়ে গায়।
শরতের অন্জলি ভরি...
হৃদয়ে হীরক দ্যূতি..
মুগ্ধ নয়নে চেয়ে দেখি....শুধু প্রান মন ভরে দেখি ।
মিনা মাশরাফী 
কবি ও লেখক
বিষয়: মিনা মাশরাফী কবিতা

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: