বিজয়ের গান গাই : ফরিদ সাঈদ
 প্রকাশিত: 
 ২২ নভেম্বর ২০১৯ ২২:১৭
 আপডেট:
 ১১ এপ্রিল ২০২০ ২৩:১৭
                                
ভোর আজানে 
চুপটি করে বলল ছেলে মাকে
স্বাধীনতার যুদ্ধে যাবে
রুখবে কে আর তাঁকে।     
জীবন দিলো শহীদ হলো
তাঁদের কাছে দেনা
লালসবুজের এই পতাকা
রক্ত দিয়ে কেনা। 
পূব আকাশে সূর্য হাসে
কলাপাতার ভাঁজে
ভাইটি আমার ফিরবে না আর -
মন বসে না কাজে। 
নীল আকাশে মেঘের ভেলা 
ধানের খেতে পাখির মেলা
দুঃখ ভুলে যাই
শোকের ভেতর শক্তিগাঁথা
বাংলা আমার তুলছে মাথা
বিজয়েরই গান গাই। 
ফরিদ সাঈদ
কবি ও সংগঠক

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: