প্রকৃতি ও জীবন: কণিকা দাস
 প্রকাশিত: 
 ২২ নভেম্বর ২০১৯ ২২:২০
 আপডেট:
 ১২ এপ্রিল ২০২০ ০৮:০২
                                
প্রকৃতিও একদিন তার নিয়ম বদলায়
নিয়মে বাঁধলে প্রলয়ঙ্করী হয়...
ধুপছায়া বিকেল জানে
প্রতীক্ষারা কতটা তৃষ্ণার্ত হলে
একটা যুদ্ধের সূচনা হয়...
শিকড়ের ক্ষয়ে যাওয়া মাটি
একদিন নবরূপে জেগে উঠে...
জন্ম দেয় নতুন উদ্ভিদ
মাটিহীন শিকড় নড়বড়ে করে তোলে
শতাব্দী প্রাচীন প্রথার ভিত
নতুন সূর্যের প্রতিবিম্ব নদীর জলে
ছলকে ওঠে রূপোলি ভবিষ্যৎ
সব নদীর পথ মিশে গেলে একপথে
সমুদ্র করে আহ্বান
জীবনের সব শর্ত পূর্ণ হলে
মেনে নিতে হয় জীবনের সব ঋণ।
কণিকা দাস
কবি ও সংগঠক

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: