পথের দিশারী : মানসুর মুজাম্মিল
 প্রকাশিত: 
 ৬ ডিসেম্বর ২০১৯ ২২:২৫
 আপডেট:
 ১১ এপ্রিল ২০২০ ২৩:০৩
                                
জীবন জয়ের পথ দেখালেন যিনি
আমরা তাকে চিনি?
আকাশ চেনে তাকে
বাতাস চেনে তাকে
কাকে কাকে কাকে?
যে আমাদের ভালোর দিকেই ডাকে।
তিনি হলেন দয়ার নবী
তিনি হলেন প্রেমের নবী
ফুলের সাথে হয় কী নবীর তুলনা?
না   না   না 
শেষ বিচারের দিনে
চিনবে তাকে ভালো করে
এই পৃথিবীর  মানুষ এবং জিনে। 
সেরা মানুষ সেরা নবী
মুহাম্মদ যার নাম 
এই দুনিয়ায় ওই দুনিয়ায়
তার যে অনেক নাম।
লেখক: মানসুর মুজাম্মিল
কবি ও ছাড়াকার
বিষয়: মানসুর মুজাম্মিল কবিতা

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: