মৃতআত্মা: সাঈদা নাঈম
 প্রকাশিত: 
 ১০ এপ্রিল ২০২০ ০৮:৫৯
 আপডেট:
 ১১ এপ্রিল ২০২০ ২০:৪৪
                                
বাতাসে বাতাসে সমুদ্রের ঢেউয়ের সাথে
মিশে গেছে গন্ধ মৃত আত্মার।
মরে গেছে যা মৃত আজ তা,
নেই কোনো আলোর বিন্দু
নেই নিভৃত নিঃশ্বাস।
প্রকৃতির নগ্নতায় বৃক্ষের পাতার মত
যা ছিল সব ঝরে গেল।
বৃক্ষের শরীর এখন শূন্য।
বাতাসের শব্দ থেমে গেছে
গন্ধ রয়ে গেছে।
হাজার হাজার কীট
সেই গন্ধে একত্রিত হয়েছে।
আজ ওদের আনন্দ
মহা আনন্দ করছে নৃত্য।
মুক্ত বিহঙ্গের মতো
ঘুরবে ওরা।
মৃত আত্মার গন্ধ যে
ওদের খুব পছন্দ।।
সাঈদা নাঈম
লেখক, প্রকাশক ও সংগঠক
বিষয়: সাঈদা নাঈম কবিতা

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: