স্মৃতি: মুকুল রায়
 প্রকাশিত: 
 ১০ এপ্রিল ২০২০ ০৯:৩৫
 আপডেট:
 ১১ এপ্রিল ২০২০ ২০:৪৩
                                
চতুর্দিকে পরিচ্ছন্ন আকাশ..
উদ্বেলিত
বড় বেশি ঝকঝকে রোদ্দুর।
শ্বেতশুভ্র   ছেড়া মেঘপাল
ভেসে ভেসে যায় নীলিমায়.. দুর..... বহুদুর।
মেঘ ভাসে......মেঘ হাসে...
ভেসে যায় স্বপ্নময় আমার সেই ছেলেবেলা..
জীবনের সব স্বপ্ন চুরি করে লোপাট করা
প্রকৃতির এ কেমন নির্মম ছেলেখেলা!
এইখানে -
এই গ্রামে -
একদিন ছিল আমার স্বপ্নে মোড়ানো সোনা দিন
আজ এখানে কিছু নেই...
কেন নেই..!
হায়..
শীতের পাতার মত সব স্মৃতি কেন আজ বিবর্ণ মলিন...
মুকুল রায়
কবি ও লেখক

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: