পুনর্জন্ম  : মজনু মিয়া 


প্রকাশিত:
৫ জুলাই ২০২০ ২৩:০৬

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ১৯:০৯

 

মৃত্যুর আগে একবার মরার নাম পুনর্জন্ম 
যেখানে মরণের সবটাই থাকে শুধু বাকী 
থাকে মৃত্যুর স্বাদ। 
একবার ঘর ভাঙলে আবার ঘর বাঁধার নাম 
পুনর্বার ঘর বাঁধা, 
ঘুর্ণিঝড় মহামারি বা দুর্যোগ হলে মানুষ একবার 
মরণের মুখে থেকে ফিরে আসে-
সেইটাও পুনর্জন্ম - কঠিন অবস্থায় বেঁচে থাকার 
নামই পুনর্জন্ম। 
চৈত্রের  খড়ায় বা বর্ষার বন্যায় একবার ডুবা 
আবার ভাসা, অথবা একবার তৃষ্ণায় কাতরানো 
আবার পিপাসায় জল পেয়ে যাওয়া এটাও পুনর্জন্ম। 



আপনার মূল্যবান মতামত দিন:


Top