প্রশ্নফাঁস : জ্যাকলিন শামস কাব্য 


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৪

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০৭:০৪

 

"শুনলাম, এক সুখবর
প্রশ্ন হয়েছে ফাঁস 
এ যাত্রায় বেঁচে যাব তবে  
হয়ে যাবে এ প্লাস!"  

"ওরে সহপাঠী,একটি কথা  
বলে যাই আজ তাই 
সততার চেয়ে মহাশিক্ষা 
এই দুনিয়ায় নাই।"

যতোই না জানুক কেউ
তোমার অতি গোপন
মাথার ওপর হিসেব ঠিকই 
রাখছে যে একজন!



আপনার মূল্যবান মতামত দিন:


Top