অতিমারীর পর : গোপা চক্রবর্তী
 প্রকাশিত: 
 ১৯ ডিসেম্বর ২০২০ ২২:২০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৭:৫৬
অতিমারীর পর
অতিমারীকে আকণ্ঠ পান করেও 
বেঁচে আছে যারা
তাদের অনাহারের কঙ্কাল কথা বলে উঠবে একদিন।
একদিন কর্মক্লান্ত দিন ফুরিয়ে যাবে।
মৃতের নগরীতে কিছু ধান্দাবাজ বিষয়ী ধনী উল্লাসে ফেটে পড়বে মধ্যরাতে।
রুগ্ন জ্যোৎস্নায় কথা বলবে বুভুক্ষু কঙ্কালেরা আলো ছায়ায় নিশুত রাতে
বৃক্ষের মৃত ডালপালার মতন।
তবুও পেঁচারা আবাসনের আড়ালে ডেকে উঠবে হেমন্তে টালির চালে,
মরা গাছের কোটরে,
লক্ষীশ্রীহীন উঠোনে।
ভ্যালেনটাইন ডে
এখানে নিরন্ন ফুটপাথে মানুষ আর কুকুর একসাথে।
দিনান্তে মেলে না ঘাম ফেলা দাম।
তবু  এখানে ভালোবাসার  দিন হীরের গয়নায়  প্রেমের বিকিকিনির নরনারী।
পাঁচের গোলাপ পাঁচশোয় বিকোয় একটি দিনই।
এখানে আজও অভুক্ত মা 
সন্তানকে পেটভরে খাওয়ায়।
এখানে আজও পতিতা ভাত কেনে দেহ বেচে।
গোলাপ জানেনা ওর জন্য কত প্রেমিক মরেছে।
গোপা চক্রবর্তী
 পশ্চিমবঙ্গ, ভারত
বিষয়: গোপা চক্রবর্তী

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: