আল্লাহর ক্রোধের চেয়ে রহমত বেশী : মো: শামছুল আলম
 প্রকাশিত: 
 ৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৬:১৮
                                
“সৃষ্টির পর আল্লাহ আরশে লিখে রাখলেন। সেখানে লিখা হলো, “আমার করুণা ক্রোধ অপেক্ষা বেশি।” (বুখারী)
আল্লাহর ক্রোধের চেয়ে তার দয়া বেশী, এটা জেনে কখনো আশা হারানো উচিৎ নয়। যখন আমরা হতাশ হই, তখন আমাদের মনে রাখা উচিত যে সবকিছু একেবারে হারিয়ে যায়না।
আপনি যদি কখনো মনে করেন যে জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছেন, সারা জীবন অনেক ভুল করেছেন এবং নিজেকে ধ্বংস করেছেন, তবে আপনি ক্ষমালাভ ও দ্বিতীয় সুযোগ লাভের সমুদ্রসম সুযোগের দ্বার রুদ্ধ করছেন। এখনও অনেক কিছু করার আছে। যতক্ষণ আমাদের জীবন আছে আল্লাহর রহমত ও হেদায়াতের সুযোগ রয়েছে।
এটা মনে করবেন না যে পরিবর্তনের ব্যাপারে খুব বেশী দেরী হয়ে গেছে। আমাদের ভুল যত বড়ই হোক, আল্লাহর রহমত থেকে বড় নয়। আমরা ছোট এবং ক্ষুদ্র, তাই আমাদেরকে ক্ষমা করা আল্লাহর জন্য মোটেও কষ্টসাধ্য নয়। আসলে, তিনি (ক্ষমা) করতে ভালবাসেন।
শুধু তাঁর রহমত এর কারণেই আমরা অনেক কিছুই করতে পারি, তাই আমাদের নিজেদের ত্রুটির জন্য খুব বেশি হতাশ ও বিব্রত হওয়া উচিত নয়। হ্যাঁ, তাঁর রাগ আছে, কিন্তু তাঁর রহমত আরও অনেক বেশি ও নিকটবর্তী।
আমরা অত্যধিক চিন্তা করে এবং আল্লাহর ব্যাপারে অযথাই অনুমান করে আমাদের জীবন কাহিনীগুলোকে জটিল করে ফেলি। কখনও কখনও, আমরা আল্লাহকে উপেক্ষা করে নিজেরাই নিজেদের বিচার বিবেচনা করে ফেলি। তাঁর রহমত শুধু তাদের জন্যেই প্রযোজ্য যারা তা চায়। শুধু তাঁরই দিকে ফিরে আসার মাধ্যমেই আমরা পরিত্রাণ পেতে পারি, কেবল তাঁরই দিকে ফিরে আসার মাধ্যমে আমরা পরিপূর্ণতা খুঁজে পেতে পারি। 
আমাদের সকলের উত্তম উপায়ে আশার সাথে সাথে চেষ্টা চালিয়ে যেতে হবে। যখন আমরা আল্লাহর ব্যাপারে চিন্তা ভাবনা করে হতাশ হয়ে পড়ি এবং তার ক্রোধের ভয়ে পালিয়ে বেড়াই তখন অবশ্যই আমাদের আল্লাহর সে মহান বাণী স্মরণ করা উচিৎ। 
ঠিক যেমন আল্লাহ ক্রোধের চেয়ে রহমতকে বেশী প্রাধান্য দেন, তেমনিভাবে আমাদেরও যতদুর সম্ভব তাঁর দয়া ও করুণা লাভের জন্য যথাযথ প্রচেষ্টা চালাতে হবে। ক্রোধ ও প্রতিশোধ এর চেয়ে ক্ষমা ও দয়া উত্তম। মাঝে মাঝে আমরা মনে করি যে ক্ষমা ও শান্তি প্রতিষ্ঠা দুর্বলতার লক্ষণ।
তা নয় বরং দয়া, শান্তিপূর্ণতা এবং ক্ষমা অভ্যন্তরীণ শক্তির ইঙ্গিত। আমাদের কঠোর ভাবে নিন্দা বা বিচার করা উচিত নয়, বরং একদিন ক্ষমা পাওয়ার আশায় ক্ষমাপূর্ণ আচরণ করা উচিৎ। আমরা নিজেদের জন্য যে রকম দয়া ও ক্ষমাপূর্ণ আচরণ পেতে চাই অন্যদের জন্যও একই রকম দয়া ও ক্ষমা প্রদর্শন করতে আমাদের দ্বিধা করা উচিত নয়।
মোঃ শামছুল আলম
লেখক ও গবেষক
বিষয়: মো: শামছুল আলম

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: