ওমরাহ ভিসা দুই মাসের জন্য বন্ধ
 প্রকাশিত: 
 ২৪ জুন ২০১৯ ০৭:০৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৭:৫২
                                ওমরাহ ভিসার আবেদন গ্রহণ দুই মাসের জন্য বন্ধ করে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জাতীয় কমিটির প্রধান নির্বাহী মোহাম্মদ বিন বাদি এ কথা জানান।
সোমবার (১৭ জুন) থেকে ওমরা ভিসার আবেদন গ্রহণ বন্ধ রয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে ফের ওমরার আবেদন গ্রহণ করা হবে।
মক্কা ডেইলির বরাত দিয়ে মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে সৌদি গেজেট।
মোহাম্মদ বিন বাদি বলেন, ওমরার আবেদন গ্রহণ শুরুর পর পাঁচ দিনের মধ্যে ভিসা ইস্যু করা হবে। এই ভিসার মেয়াদ এক মাসের বেশি হবে না।
সৌদি মন্ত্রণালয়ের সরবরাহ করা তথ্যে বলা হয়েছে, এ বছরে ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬ জন ওমরাহ ভিসা পেয়েছেন। এর মধ্যে ৭৩ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন মুসলিম সৌদি আরব পৌঁছেছেন। ৬৫ লাখ ৫০ হাজার ৫২০ জন মুসলিম সৌদি আরবে পৌঁছেছেন উড়োজাহাজে, ৭ লাখ ৭ হাজার ৯৫৫ জন সড়কপথে এবং ১ লাখ ৩৫ হাজার ১৮২ জন এসেছেন সমুদ্রপথে।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: