একা হয়ে যাওয়া : লিপি নাসরিন
 প্রকাশিত: 
 ১৮ জুলাই ২০২০ ২২:০৩
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৭:৩৪
                                
১
একা হয়ে যাওয়া
শুধু একা হয়ে যাওয়া বারেবারে
মেঘের সাথে, ঝড়ের সাথে
বয়ে চলা নিত্য সমাসরে,
ঝরা পাতার মতো এক
ঐ দূরে বিষণ্ণ তারার মতো একা,
একা তুমিও সেই নিরিবিলি শহরে;
আমাদের এখন শুধুই পথ চাওয়া
কেবলই অপেক্ষা বেঁচে ফিরে পাওয়া
আর ভালোবাসা নিরিবিলি অবসরে...
তবুও জেগে থাকি তারাভরা রাতে
চোখ পেতে বিষণ্ণ প্রভাতে
যদি আসো সহসা ফিরে...
২
নাভীমূলে প্রজাপতি ফেলে যায় প্রিয় একটা রঙ
যখন সবচেয়ে প্রিয় ধ্বনিটি শব্দে রূপান্তরিত  হয়
তারপর তা মিলেমিশে আনন্দের ভাষা পায়
একটি নির্জনতম অসীমের পরিখায়।
সেই কাতরতা থেকে জন্ম নেই ইতিহাস আর পরম্পরা।
কলস্বরা নদীর মতোই সে কাতরতা ছুটে যায় পাহাড় আর জঙ্গলের-
সুকৃতি দৃঢ় বনরাজি মুচড়ে প্রশস্ত সাগর বক্ষে।
যেন এক দ্রাক্ষালতা ফলের আনত ভারে তখন নুয়ে পড়ে
তার ফলবতী জীবনকে তুলে দেয় সেই মহাগর্জনরত নদীর স্রোতমূলে
স্মৃতধ্বনি ভাষা হারিয়ে বাতাসে মেখে দেয় বর্ণোজ্জ্বল দেহের ঘ্রাণ।
সেই পাখিটি অবোধ ফিরে ফিরে মেখে নেয় রৌদ্রমাধব
তার পাখার নীচে কিংবা ডুব দেয় জলাশয়ের কবোষ্ণ নবোঢ়া জলের একদম গভীরে
হিমশীতল পরশে বৃষ্টি মেখে নেয় তার উদাস শব্দ।
থিতু হয় বৃক্ষ, পাখি আর সেপিয়ানরা
ইঙ্গিতচিহ্ন থেমে যায় ভালোবাসায়।
বিষয়: লিপি নাসরিন

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: