মহাপ্রভু : রাজ
প্রকাশিত:
২৬ জুলাই ২০২০ ২২:৫৬
আপডেট:
২০ অক্টোবর ২০২০ ২২:১১
হে বিশ্ব জগৎ মালিক মহাপ্রভু,
মোদের পথভুলা করিওনা কভু।
তুমি দুর করে দাও - সব অন্ধকার,
দাও জ্ঞানের আলো,অন্ধকার দূর করিবার।
দূর করে দাও - সব মোদের ভেদাভেদ,
পাষাণের বক্ষ করে বিদারণ - পাপাচার করো বিচ্ছেদ।
পরে আছি আমরা বেহাল অবস্থা -
যাচ্ছি কোথায়?
ঠিকানাটা নাই জানা।
সঠিক পথ দেখাও- হে মহাপ্রভু
মোদের পথভুলা করিওনা কভু।
আজি সারাবিশ্বে রাত্রি,
ভাইরাস- মহামারি -
দাও সবে দূর করে দাও হে মহাপ্রভু।
বিষয়: রাজ

আপনার মূল্যবান মতামত দিন: