সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ধুঁকতে থাকা বার্সার আবার দায়িত্ব পেলেন লাপোর্তা


প্রকাশিত:
৮ মার্চ ২০২১ ১৮:৩২

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৯:২৯

 

প্রভাত ফেরী: হুয়ান লাপোর্তাই দ্বিতীয়বারের মতো সভাপতির দায়িত্ব নিচ্ছেন ধুঁকতে থাকা বার্সেলোনা ক্লাবটির। এর আগে যখন ২০১০ সালে প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় ন্যু ক্যাম্প ছেড়েছিলেন, তখন বার্সেলোনা ছিল বিশ্বসেরা দল। রোববার বার্সেলোনার সভাপতি নির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন তিনি।

৫৫,৬১১ সদস্যের ভোট দিয়েছেন। লাপোর্তা পেয়েছেন ৫৪.৩ শতাংশ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট পেয়েছেন ৩০ শতাংশ ভোট, টনি ফ্রেইক্সার ভোট ৯ শতাংশ।

১২ ঘণ্টা ধরে হওয়া এই ভোটে নতুন বোর্ড প্রধান বেছে নিতে লিওনেল মেসি, সের্হিও বুসকেতস, জর্দি আলবাসহ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অংশ নিয়েছেন।

লাপোর্তা প্রথম মেয়াদে বার্সেলোনার সভাপতি থাকা অবস্থায় ক্লাবকে ঈর্ষণীয় সাফল্য এনে দিয়েছিলেন। তিনি ২০০৩ সালে দায়িত্ব নিয়ে সাত বছর ছিলেন, সেই সময় বিশ্বের অন্যতম সেরা ক্লাবে পরিণত হয় বার্সা।

সেই সময়টাতেই বার্সার স্বর্ণযুগ ছিল। পেপ গার্দিওলার মতো কোচ দায়িত্ব পালন করেছেন। তার অধীনে খেলেছেন আন্দ্রে ইনিয়েস্তা, জাভি, লিওনেল মেসিরা। তারা একটি বেঞ্চমার্ক প্রতিষ্ঠা করেছিলেন।

দ্বিতীয় মেয়াদে লাপোর্তার চ্যালেঞ্জ হবে আরও কঠিন। বার্সেলোনা ঋণের মধ্যে আছে, ক্লাবেও ব্যাপক পরিবর্তন আনতে হবে। সবচেয়ে বড় কথা, দলের মূল তারকা মেসির সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হয়ে যাচ্ছে সামনের গ্রীষ্মেই।

লাপোর্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মেসিকে ধরে রাখা। যদিও বিজয়ী হওয়ার পরই তিনি জানিয়েছেন, মেসিকে ক্লাবে রাখতে যা দরকার, তাই করবেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top