সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


এক ওভারে ৬ ছক্কার স্পেশাল ক্লাবে ওয়েস্ট ইন্ডিজের পোলার্ড : মু: মাহবুবুর রহমান


প্রকাশিত:
৮ মার্চ ২০২১ ২০:১৩

আপডেট:
৮ মার্চ ২০২১ ২০:১৪

 

ক্রিকেটের যেকোনো সংস্করণে এক ওভারে ৬ টি বল। সেই ৬ টি বলকেই মাঠের বাইরে (ওভার বাউন্ডারি) পাঠিয়ে ছক্কা মারা নিশ্চয়ই সহজ কাজ নয়। তবে সেই অসাধ্যকেও সাধন করতে পেরেছেন কেউ কেউ। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এ পর্যন্ত এক ওভারে ৬ ছক্কার স্পেশাল ক্লাবের সদস্য আছেন দুই জন - হার্শেল গিবস ও যুবরাজ সিং। তবে তাদের সেই ক্লাবে ৩ মার্চ যোগ দিলেন কাইরন পোলার্ড।

তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে পোলার্ড আকিলা ধনঞ্জয়ের এক ওভারে ছয়টি ছক্কা মারেন। যে আকিলা ধনঞ্জয় তাঁর আগের ওভারে হ্যাটট্রিক পেয়েছিলেন তাঁর ছয়টি বলে ছয়টি ছক্কা মারা নিশ্চয়ই দুঃসাহসিক কিছু। কিন্তু সেই কাজটি করে কাইরন পোলার্ড দেখিয়ে দিলেন যে, টি টোয়েন্টি ফরম্যাটে তাঁর চেয়ে  বড় হিটার খুব কম রয়েছে।

আকিলা ধনঞ্জয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সময় তার দ্বিতীয় ওভারে করেছিলেন হ্যাটট্রিক কিন্তু তাঁর তৃতীয় ওভারে পোলার্ড ধনঞ্জয়ের হ্যাটট্রিকের খুশিকে বিষাদে রূপান্তর করেন। কাইরন পোলার্ড আকিলা ধনঞ্জয়ের বলে লং অনে প্রথম ছয়, দ্বিতীয়টি সোজা, তৃতীয়টি লং অফ, চতুর্থটি মিড উইকেট, পঞ্চমটি স্ট্রেইট এবং ষষ্ঠটি মিড উইকেট দিয়ে ছয় মারেন।  রান তাড়া করতে গিয়ে পোলার্ড ১১ বলে ৩৮ রান করে আউট হন, তবে এই ১১ বলের ৬ বলে করেন ৩৬ আর ৫ বলে ২ রান।

এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে পোলার্ড ঝড়ে ৪১ বল হাতে রেখে ৪ উইকেটে জয়ের বন্দরে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা হন অধিনায়ক কাইরন পোলার্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কার প্রথম রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে এক ওভারে ছয়টি ছক্কা মারেন তিনি। ওই বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ৬ ছক্কা মারেন যুবরাজ সিং। এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন কাইরন পোলার্ড।

এক ওভারে ছয় ছক্কার ক্লাবে যোগ দেয়ার জন্য কাইরন পোলার্ড কে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। এক টুইট বার্তায় যুবরাজ সিং লেখেন, “ছয়টি ছক্কার ক্লাবের জন্য দারুণ অভিনন্দন … দুর্দান্ত ইনিংস”।

একই ম্যাচে হ্যাটট্রিক ও এক ওভারে ছয় ছক্কার কারণে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার এ ম্যাচ নিশ্চয়ই রেকর্ড বইয়ে জায়গা দখল করে থাকবে অনেকদিন।

 

মু: মাহবুবুর রহমান
লেখক, নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক   



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top