সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


কোয়ারেন্টাইন শেষ, কুইন্সটাউনে বাংলাদেশ দল  : মু: মাহবুবুর রহমান


প্রকাশিত:
১১ মার্চ ২০২১ ২০:২২

আপডেট:
১১ মার্চ ২০২১ ২০:২৫

 

 

নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, সাপোর্টিং স্টাফসহ সবার করোনা টেস্টের ফল চতুর্থ বারের মতো নেগেটিভ এসেছে। প্রেক্ষিতে ১৪ দিনের কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ দল। এর মধ্যেই ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউনে পাড়ি জমিয়েছেন টাইগাররা। এখন একসঙ্গে অনুশীলন করার সুযোগ পাবেন তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা। 

গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ ক্রিকেট দল। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পৌঁছানোর পর হোটেলবন্দি ১৪টি দিন কাটলো বাংলাদেশ দলের। সেই সঙ্গে কয়েকদিন পরপর মোট চারবার করোনা টেস্ট করাতে হয়েছে। তৃতীয় কোভিড পরীক্ষায় সবাই নেগেটিভ হওয়ার পর জিম করার সুযোগ পেয়েছিলো বাংলাদেশ দল। আর চতুর্থ বারের মতো সবাই করোনা নেগেটিভ হওয়ায় এখন ‘মুক্ত’ জীবনযাপনের সুযোগ পেলেন টাইগাররা।   

 

সংবাদ মাধ্যমকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টাইন -অভিজ্ঞতার কথা, ‘‘এটা আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। আমরা জৈব সুরক্ষা বলয়ে থেকেছি, কিন্তু সঙ্গনিরোধ অবস্থায় থাকিনি। সত্যি বলতে কি, এখানে যাঁরা ছিলেন, তাঁরা আমাদের দারুণ দেখভাল করেছেন। নিউজিল্যান্ড ক্রিকেট আমাদের যেভাবে দেখভাল করেছে, সে জন্য আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। সময়টাকে আমাদের জন্য তারা যতটা সহজ করা যায়, করেছে।’’ 

কোয়ারেন্টাইনমুক্ত হওয়ার অনুভূতিটাও জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক। তামিম বলেন   ‘‘এখন আমরা বাইরে বের হতে পারছি, এটা দারুণ ব্যাপার। মুক্ত বাতাসে আছি। খুব ভালো লাগছে।’’ 

এখন কুইন্সটাউনে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানে হবে জাতীয় দলের মূল প্রস্তুতি। অনুষ্ঠিত হবে পাঁচদিনের ক্যাম্প। অনুশীলন ক্যাম্প শেষে ১৬ মার্চ ডানেডিন যাবে বাংলাদেশ দল। আর ২০ মার্চ ডানেডিনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। 

 

মু: মাহবুবুর রহমান  
নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top