সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


অনুশীলনে দুই ঘণ্টা আগেই মেসি হাজির!


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২১ ২২:০৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ২২:০৮

 

প্রভাত ফেরী: বৃহস্পতিবার প্যারিসের ক্লাবটির হয়ে তিনি প্রথম অনুশীলনে নামেন। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই তিনি অনুশীলন সেন্টারে পৌঁছে যান। তার সতীর্থ কিলিয়ান এমবাপে মেসির সঙ্গে নিজের বেশ কয়েকটা ছবিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, দুই জনে হাসি মুখে গল্প করছেন। অন্য একটা ছবিতে আবার তারা আলিঙ্গনাবদ্ধ।
বুধবার নতুন ক্লাবে প্রথম সাংবাদিক সম্মেলনে এসে মেসি বলেছিন, 'এক মাস মাঠের বাইরে আছি। এবার শারীরিকভাবে তৈরি হতে হবে। যত দ্রুত সম্ভব এখানে খেলতে চাই। অন্য কিছুই ভাবছি না।' ফুটবলে ফিরতে মেসি কতটা উন্মুখ, তা পরিষ্কার হয়ে গেল প্রথম দিনের অনুশীলনে তিনি দুই ঘণ্টা আগেই পৌঁছে যাওয়ায়। সাদা টি-শার্ট পরা মেসির সঙ্গে অনুশীলনে এসেছিলেন তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো এবং তিন সন্তান।
পিএসজিতে নিজের প্রথম দিনে মেসি আনুষ্ঠানিকভাবে সতীর্থদের সঙ্গে পরিচিত হন। কোচিং স্টাফদের সঙ্গেও বেশ খানিকটা সময় আলোচনা করেন। নতুন ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর মৌরিসিও পচেত্তিনোও আর্জেন্টিনীয়। মেসি বলেছেন, এটা তার কাজ অনেক সহজ করে দিয়েছে। অনুশীলনের আগে তিনি আর্জেন্টিাইন সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস ও আনহেল ডি মারিয়ার সঙ্গে। প্রত্যাশিত ভাবেই মেসির সঙ্গে তার প্রিয় বন্ধু নেইমার এবং 'চিরশত্রু' রামোসেরও দেখা হয়েছে।
পিএসজিতে মেসির প্রথম দিনের অনুশীলন হয়েছে অবরুদ্ধ স্টেডিয়ামে। সেখানে বাইরের কারও প্রবেশাধিকার ছিল না। এদিন তিনি ফুটবল নিয়ে খুব বেশিক্ষণ অনুশীলন করেননি। বেশির ভাগ সময় তাকে মাঠে বল ছাড়াই দৌড়তে দেখা গেছে। আগামী রবিবার পার্ক দি ফাঁস-এ ফরাসি লিগ ওয়ানে পিএসজি খেলবে স্ট্রাসবাগের সঙ্গে। ওই ম্যাচেই লিওনেল মেসিকে দেখা যেতে পারে। পিএসজি ভক্তরা সেই অপেক্ষাতেই দিন গুনছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top