সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


সম্ভাবনাময় মেসির অভিষেকে সব টিকিট বিক্রয় শেষ


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২১ ২১:০২

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৮:১০

 

প্রভাত ফেরী: এখনও নিশ্চিত নয় প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে লিওনেল মেসির অভিষেক হবে কবে। আগামী সপ্তাহেই হয়তো পিএসজির জার্সিতে খেলতে দেখা যাবে আর্জেন্টাইন খুদেরাজকে। ইঙ্গিতটি দিয়েছিলেন কোচ মাওরিসিও পচেত্তিনো।

আর তাতেই টিকিট নিয়ে রীতিমত যুদ্ধ। মেসির পিএসজি অভিষেকের সাক্ষী হতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। এর মধ্যে ২১ হাজারের মতো টিকিট বিক্রি হয়ে গেছে। স্টেডিয়ামের বাইরে ১০ দিন আগেই ঝুলিয়ে দেয়া হয় ‌‌‌'নো টিকিট' সাইডবোর্ড।

ধারণা করা হচ্ছে, ফরাসি লিগ ওয়ানে আগামী রোববার রিমসের বিপক্ষে মাঠে নামবেন আর্জেন্টাইন খুদেরাজ। কেননা সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। তার আগেই ক্লাবের পক্ষে অভিষেক হয়ে যাওয়ার কথা মেসির।

রিমসের মাঠে সেই ম্যাচটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকিট কিনেছেন সমর্থকেরা। ফরাসি জাতীয় ক্রীড়া দৈনিক 'লেকিপে'কে রিমসের টিকিট অফিসের প্রধান আলেক্সান্দার জেয়ানিন জানিয়েছেন, ‌‌'অনলাইনে চিলি, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও মিশর থেকেও কেনা হয়েছে টিকিট।'

টিকিট নিয়ে এমন যুদ্ধ হওয়ারই কথা। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কচ্ছেদ করে মেসি পিএসজিতে চলে আসার পরই তার নতুন ক্লাব ১০০ মিলিয়ন ডলারের কেবল জার্সি বিক্রি করেছে।

৩৪ বছর বয়সী ফুটবল সুপারস্টারকে নিয়ে দর্শকদের কতটা আগ্রহ, সেটা এমন পরিসংখ্যানেই স্পষ্ট। শুধু দর্শকদের কথা বলা কেন? সংবাদমাধ্যমগুলোও হুমড়ি খেয়ে পড়ছে মেসির ম্যাচ কভার করতে। এরই মধ্যে এক্রিডিটেশনের জন্য ১২০টি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে 'লেকিপে'।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top