সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


মুমিনুলদের ইতিহাস গড়া জয়ে ফুটবলার লিনেকারের টুইট


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২২ ০৩:১১

আপডেট:
৩ মে ২০২৪ ১১:৫৬

 

প্রভাত ফেরী: মাউন্ট মঙ্গানুইয়ে বুধবার নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টানা ৩২ ম্যাচ জেতা কিউইদের মাটিতে নামিয়েছে মুমিনুল হকের দল।
এমন কীর্তিতে বিশ্বজুড়ে ক্রিকেটমহলে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল। এবার মুমিনুল বাহিনীর প্রশংসা এলো ফুটবল অঙ্গন থেকেও।
বাংলাদেশের ক্রিকেটকে প্রশংসায় ভাসালেন ৮৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।
স্প্যানিস ক্লাব বার্সেলোনার সাবেক তারকা গ্যারি লিনেকারের কথাই বলা হচ্ছে।
অবিস্মরণীয় জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে আপলোড করা ড্রেসিংরুমে টাইগারদের ‘আমরা করব জয়’ গানটি মনে ধরেছে গ্যারি লিনেকারের।
গানটি বেশ পছন্দ হয়েছে তার। ভিডিওটি রিটুইট করে ক্যাপশনে এ বার্সা তারকা লিখেছেন— ‘চমৎকার! অভিনন্দন!’ সঙ্গে জুড়ে দিয়েছেন দুটো হাততালির ইমোজিও।
বাংলাদেশ নিয়ে ফুটবলার লিনেকারের টুইট অবশ্য এই প্রথম নয়। ২০১৫ বিশ্বকাপে যখন বাংলাদেশের সঙ্গে হেরে ইংল্যান্ডের বিদায়ের পর টুইট করেন তিনি। নিজ দেশের বিদায়ঘণ্টা বাজানো বাংলাদেশের প্রশংসা করতে কার্পণ্য করেননি লিনেকার।
টুইট করে টাইগারদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছিলেন— ‘বাংলাদেশ জিতে গেছে! তাদের অভিনন্দন! তবে ভালো বিষয়টি হচ্ছে— ইংল্যান্ড অন্তত এর চেয়ে খারাপ কিছু করতে পারবে না।’



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top