সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় ৪ ক্রিকেটারকে ইমরান খানের অভিনন্দন  


প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২২ ২২:২৮

আপডেট:
৫ মে ২০২৪ ১৫:৫৫

 

প্রভাত ফেরী: আন্তর্জাতিক ক্রিকেটে স্বীকৃতি পাওয়া পাকিস্তানের চার ক্রিকেটারকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ায় সোমবার ইমরান খান এক টুইটবার্তায় তাদের এ অভিনন্দন জানান। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইটবার্তায় বলেন, আমাদের চার তারকা ক্রিকেটারকে অভিনন্দন। তোমরা আমাদের গর্বিত করেছ।

টুইটবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং ফাতিমা সানার ছবিও শেয়ার করেছেন।

তার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে। ভক্তরা তাদের পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদের প্রশংসা করেছেন।

২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে বর্ষসেরা ওডিআই ক্রিকেটার, মোহাম্মদ রিজওয়ানকে বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটার এবং শাহীন শাহ আফ্রিদিকে স্যার গারফিল্ড সোবার্স ট্রফির জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরস্কৃত করেছেন।.

এ ছাড়া পাকিস্তানি নারী ক্রিকেটার ফাতিমা সানা ২০২১ সালের জন্য আইসিসি উদীয়মান নারী ক্রিকেটার অব দি ইয়ার পুরস্কার পেয়েছেন৷ তিনি দেশের প্রথম নারী ক্রিকেটার যিনি আইসিসি পুরস্কার জিতেছেন৷

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top