সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


আজ মুখোমুখি হচ্ছে রিয়াল-পিএসজি


প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২২ ০২:১৬

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৭:৩২

 

প্রভাত ফেরী: নতুন বছরে বড় মহারণ দিয়ে ফিরছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ২০২২ সালে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ক্লাব ফুটবলের দুই বড় দল রিয়াল মাদ্রিদ ও পিএসজি। শেষ ষোলোর লড়াইয়ের প্রথম লেগে আজ মঙ্গলবার দিবাগত রাতে মাঠে নামবে দুদল। পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২।

রিয়াল-পিএসজির মহারণের দিনেই আরেক ম্যাচে লড়বে ম্যানচেস্টার সিটি ও স্পোর্টিং। ওই ম্যাচটিও শুরু হবে রাত ২টায়, সরাসরি দেখাবে সনি টেন-১।  

ইউরোপ সেরা মঞ্চে দুদলের লড়াই নিয়ে রোমাঞ্চ ফুটবল ভক্তদের মনে। একদল স্পেন সেরা, আরেকদল ফ্রান্স সেরা। তাছাড়া দুদলই ফুটবলের অন্যতম। সেই সঙ্গে পুরোনো প্রতিশোধ তো আছেই। কারণ ২০১৭-১৮ মৌসুমে এই রিয়াল মাদ্রিদের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল পিএসজিকে। এবার সেই প্রতিশোধ নেওয়ার পালা প্যারিসের ক্লাবটির।

লিওনেল মেসি-এমবাপ্পেদের চড়ে রিয়ালকে হারিয়ে নিশ্চিতভাবে টুর্নামেন্টে টিকে থাকার মিশনে নামবে পিএসজি। মেসি-এমবাপ্পের সঙ্গে চোট কাটিয়ে নেইমারের ফেরার বার্তায় পিএসজির আক্রমণ হতে পারে দারুণ। ঘরের মাঠে তাই রিয়াল মাদ্রিদকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে পিএসজি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top