সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


বাংলাদেশকে নিয়ে আশা দেখছেন হাথুরুসিংহে

বিশ্বকাপে বাংলাদেশের জন্য সেরা সুযোগ : হাথুরুসিংহে


প্রকাশিত:
১৬ জুন ২০২৩ ১৮:২৬

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০২:৫৬

বাংলাদেশকে নিয়ে আশা দেখছেন হাথুরুসিংহে : সংগৃহীত ছবি


দ্বিপাক্ষিক সিরিজে ধারাবাহিক সাফল্য পেলেও বৈশ্বিক কিংবা মহাদেশীয় আসরে শিরোপা এখনও অধরাই বাংলাদেশের। একাধিকবার এশিয়া কাপ খেলে শিরোপা ছুঁতে পারেনি। আর বৈশ্বিক টুর্নামেন্টে তো এখনও কোয়ার্টার ফাইনালের গন্ডি পেরোনো হয়নি। ২০১৫ সালে সেরা আটে ওঠাই ওয়ানডে বিশ্বকাপে সেরা সাফল্য। ভারতে ওয়ানডে বিশ্বকাপ ঘিরে স্বপ্নের পসরা সাজাচ্ছে বাংলাদেশ। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিশ্বাস, ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল!

গত কয়েক বছর ধরে ওয়ানডে ফরম্যাটে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। ধারাবাহিকভাবে এই ফরম্যাটে সাফল্য পাচ্ছে তারা। বড় বড় দলগুলোর বিপক্ষে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু বৈশ্বিক হোক আর মহাদেশীয়, কোনও ফরম্যাটে শিরোপা জেতা হয়নি তাদের। এবারের ওয়ানডে বিশ্বকাপে কি সেই খরা কাটবে!

শুক্রবার ম্যাচ শুরুর আগে টিভি ব্রডকাস্টারদের সাথে আলাপকালে হাথুরুসিংহে বলেছেন, ‘আমরা এশিয়া কাপের রোডম্যাপ তৈরি করছি। বাংলাদেশ দল নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে আছে। আমাদের কাছে এমন কিছু করার সেরা সুযোগ রয়েছে যা বাংলাদেশ আগে করেনি। অন্য দলও আমাদের মতোই প্রস্তুতি নেবে। কিন্তু আমাদের নিয়ন্ত্রণে যা আছে তাই আমরা করবো।’

নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসদের অভিষেক হয়েছিল হাথুরুসিংহের আগের মেয়াদেই। সম্প্রতি দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন তারাই। এইসব দেখে গর্ব খুঁজে পান হাথুরুসিংহে, ‘খুব সন্তোষজনক। কারণ আপনি যখন কাউকে অভিষিক্ত করার কথা ভাবছেন, তখন আপনার তার প্রতি দৃষ্টি প্রয়োজন এবং অনেক কিছু বিবেচনায় নিতে হবে। আপনাকে আপনার বিচার এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে আস্থা অর্জন করতে হবে যেখানে আমি স্বস্তি খুঁজে পাই।’

মিরপুরে চলছে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। টেস্টের পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। শুক্রবার সারাদিন ব্যাটিং করে রানের পাহাড় গড়ার লক্ষ্য বাংলাদেশের, ‘আমরা আজ সারাদিন ব্যাট করতে চাই। দেখতে চাই কন্ডিশন কেমন থাকে। আমরা কেবল একটি টেস্টই খেলছি। এজন্য কোনও টার্গেট স্থির করতে চাই না। আমরা সঠিক পথেই এগোচ্ছি।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top