সিডনী মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১


মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার বিশাল জয়


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৪ ১২:৪৩

আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ০৭:৩৮

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মঙ্গলবার কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। এই বিরাট জয়ে মূল ভূমিকা রেখেছেন অধিনায়ক লিওনেল মেসি, যিনি করেছেন চমকপ্রদ এক হ্যাটট্রিক।

৩৭ বছর বয়সী এই তারকা ফুটবলার তিনটি নিখুঁত গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন এবং খেলাজুড়ে তার ট্রেডমার্ক সৃজনশীলতার মাধ্যমে লিওনেল স্কালোনির দলকে আধিপত্য বিস্তারে সাহায্য করেছেন।

ম্যাচের ১৯তম মিনিটে আটবারের ব্যালন ডি'অর জয়ী মেসি প্রথম গোলটি করেন। বলিভিয়ার ডিফেন্ডার মার্সেলো সুয়ারেজের কাছ থেকে বল কেড়ে নেন লাউতারো মার্টিনেজ, যিনি মেসিকে খালি জায়গায় পেয়ে বল বাড়িয়ে দেন। মেসি কোনো ভুল না করে বল জালে জড়ান।

৪৩তম মিনিটে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা আবারও উল্লাসে ফেটে পড়েন। জুলিয়ান আলভারেজের অসাধারণ এক পাস পেয়ে মেসি কোনো স্বার্থপরতা না দেখিয়ে বল বাড়িয়ে দেন মার্টিনেজকে, যিনি গোল করতে কোনো ভুল করেননি।

তিন মিনিট পর, আলভারেজ নিজেই গোল করেন। বলিভিয়ার খেলোয়াড়দের অসতর্কতার সুযোগ নিয়ে মেসি ফ্রি-কিক থেকে বল বাড়িয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ডের কাছে, যিনি তা জালে জড়াতে কোনো ভুল করেননি।

বিরতির পর, নিকোলাস ওটামেন্ডির হেড থেকে একটি গোল বাতিল করা হয় অফসাইডের কারণে। তবে ঘরোয়া দর্শকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। থিয়াগো আলমাদা নাহুয়েল মলিনার সুন্দর এক পাস থেকে চতুর্থ গোলটি করেন।

৮৪তম মিনিটে ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ডের একটি ক্লাসিক গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫-০। বাম পা থেকে ডান পায়ে বল স্থানান্তরিত করে বক্সের ভেতর থেকে তিনি বল জালে পাঠান।

দুই মিনিট পরে মেসি ডান দিক থেকে কাট ইন করে বদলি খেলোয়াড় নিকো পাজকে ওয়াল পাস দেন এবং আবারও গোলরক্ষক গুইয়েরমো ভিসকারার নাগালের বাইরে বল পাঠিয়ে দলকে ৬-০ গোলে এগিয়ে নেন।

এই জয়ের ফলে ১০ দলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২২। দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার চেয়ে ৩ পয়েন্ট বেশি। কলম্বিয়াও বড় জয় পেয়েছে, তারা ব্যারানকিল্লায় চিলির বিপক্ষে ৪-০ গোলে জয়ী হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top