সিডনী মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১


আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৪ ১৩:৩৬

আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ০৮:২৮

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে খুব একটা স্বস্তি নেই বাংলাদেশের জন্য। আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলতে দল আছে সংযুক্ত আরব আমিরাতে।

৬ নভেম্বর, বুধবার সিরিজের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। আফগানদের হারিয়ে ছন্দে ফিরতে মরিয়া নাজমুল হোসেন শান্ত’র দল। এদিন বাংলাদেশ সময় বিকেল চারটায় শারজায় গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।

সিরিজটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। এছাড়া জ্বরের কারণে স্কোয়াডে নেই লিটন দাস। দলে ডাক পেলেও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও অভিষেকের অপেক্ষায় থাকা নাহিদ রানা এখনও পৌঁছাতে পারেননি আমিরাতে। কাঁধের চোটে খেলার সম্ভাবনা নেই ওপেনার তানজিদ তামিমেরও।

তবে জয়ের সন্ধানে থাকা বাংলাদেশ দল অভিজ্ঞ মুশফিকুর রহিম-মাহমুদুল্লাহ রিয়াদদের নিয়ে শক্ত একাদশই সাজাবে। পাশাপাশি টপঅর্ডারে তাওহীদ হৃদয় আছেন ভরসার পাত্র হয়ে। এছাড়া স্পিনে মেহেদী হাসান মিরাজের পাশাপাশি আছেন রিশাদ হোসেনও। আর পেস ইউনিটে তাসকিন-শরীফুলরা প্রতিনিধিত্ব করবেন টাইগারদের।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকির হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top