সিডনী রবিবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫, ৪ঠা ফাল্গুন ১৪৩১


আইপিএলের সূচিতে পরিবর্তন


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৫ ১৮:১৬

আপডেট:
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৬

ফাইল ছবি

নির্ধারিত সূচি অনুযায়ী ১৪ মার্চ এবারের আইপিএল শুরু হওয়ার কথা ছিল। তবে সূচিতে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এক সপ্তাহ পিছিয়ে নতুন সচি ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

পরিবর্তিত সচি অনুযায়ী আগামী ২১ মার্চ ১৮তম টুর্নামেন্ট শুর হবে।

ফাইনালের তারিখ ঠিক করা হয়েছে ২৫ মে। চ্যাম্পিয়নস ট্রফির কারণেই সূচি বদল করতে বাধ্য হয়েছে আইপিএল কর্তৃপক্ষ। সূচি বদলের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

আগামী ৯ মার্চ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হবে লাহোর অথবা দুবাইয়ে।

ভারত ফাইনালে উঠলে শ্রেষ্ঠত্বের ম্যাচটি হবে দুবাইয়ে। অন্যথা লাহোরে হবে। টুর্নামেন্ট শেষ হওয়ার ৫ দিনের মধ্যে আইপিএল শুরু করাটা তাড়াহুড়ো হয় বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শুরু এবং শেষ জানা গেলেও বাকি ম্যাচের দিনক্ষণ এখন জানা যায়নি।

এ মাসের শেষ দিকে চূড়ান্ত সূচি ঘোষণা করবে বলে জানা গেছে। অন্যদিকে মেয়েদের আইপিএল ডব্লুপিএলের শুরুর দিনক্ষণও জানা গেছে। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে পর্দা নামবে ২মার্চ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top